নয়াদিল্লিতে আরএসএসের নবনির্মিত কেশব কুঞ্জ ভবনের প্রবেশোৎসব অনুষ্ঠান আয়োজিত হয়। সেই অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত বার্তা দিয়েছেন, সংগঠনের কাজের মধ্য দিয়েই ভবনের গরিমা বজায় রাখতে হবে। এর পাশাপাশি সঙ্ঘের সদস্যদের শৃঙ্খলাবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সঙ্ঘের সদস্যদের উদ্দেশ্যে আরও গুরুত্বপূর্ণ বার্তা দেন মোহন ভাগবত।
আরও পড়ুন: 'মন চাইলে সংঘের ভেতরে আসুন, না চাইলে…' বাংলায় দাঁড়িয়ে বড় আহ্বান RSS প্রধানের
বুধবার প্রবেশোৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে ভাগবত বলেন, ‘সংগঠনের কাজ জাতির প্রতি অঙ্গীকারের মধ্যে প্রতিফলিত হওয়া উচিত। আমাদের কাজ অবশ্যই এই নতুন ভবনের মহিমা বজায় রাখবে।’ সমাবেশে ভাষণ দিতে গিয়ে ভাগবত দেশজুড়ে সঙ্ঘের কার্যক্রমের সম্প্রসারণের কথা তুলে ধরেন। তিনি, প্রত্যেক স্বয়ংসেবকের শৃঙ্খলাবদ্ধ থাকার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, সংগঠনটি পরিস্থিতিতে পরিবর্তনের সাক্ষী হলেও, এর মূল দিকটি অটল থাকা উচিত। ভাগবত, সদস্যদের দায়িত্ব অধ্যবসায়ের সঙ্গে পালন করার আহ্বান জানান।