
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রিল বানাতে গিয়ে থাপ্পড় খেতে হয়েছে মহিলাকে। তাজ মহলের ঢোকার মুখে রিল বানাচ্ছিলেন কয়েকজন। সেই সময় তত্ত্বাবধানের দায়িত্বে থাকা এক জওয়ান এসে বাধা দেওয়ায়, শুরু হয় ঝামেলা।
শনিবার বিকেলে উত্তরপ্রদেশের আগ্রার তাজমহলে সিআইএসএফ জওয়ান এবং মহিলা পর্যটকদের মধ্যে বিরোধ ও লড়াইয়ের এই ঘটনাটি প্রকাশ্যে এসেছিল। ভিডিয়োতে যুবকটিকে রিল তৈরি করা থেকে বিরত রাখার জন্য তর্কের পরে মেয়েটিকে ধাক্কা মেরে চড় মারতেও দেখা গিয়েছিল সিআইএসএফ জওয়ানকে।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে তাজমহলের ভিতরে। আগ্রার রামবাগ থেকে চার মেয়ের একটি দল এখানে বেড়াতে এসেছিল। তাজমহলের ভিতরে মসজিদের কাছে সকলেই তখন মোবাইল দিয়ে রিল বানাচ্ছিলেন। এদিকে সিআইএসএফের এক জওয়ান তাকে রিল তৈরি করতে বাধা দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে স্পষ্ট দেখা গিয়েছে যে যখন সৈনিকের সঙ্গে হাতাহাতি হচ্ছিল, তখন দলের অন্য মেয়েরা তাঁদের বন্ধুকে বাঁচানোর চেষ্টা করছিলেন। জওয়ান মেয়েটিকে এমন জোরে আঘাত করেন যে তিনি মাটিতেই পড়ে গিয়েছিলেন।
এরপরেই তাঁদের অভিযোগ, সিআইএসএফ জওয়ান তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। বাধা দেওয়ায় মেয়েরা ওই জওয়ানকে বলেছিলেন যে তাঁরা জানতেন না যে রিল তৈরি করা নিষিদ্ধ। যদি তিনি বলেন, রিল মুছে ফেলা হবে। তার সত্ত্বেও সিআইএসএফ জওয়ান তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন। এই বিষয়টি নিয়েই বিতর্ক সৃষ্টি হয়েছিল। যদিও পুলিশি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, শনিবার দুপুর দুটোর দিকে এই ঘটনা ঘটেছিল যখন দর্শনার্থীরা 'মেহমানখানা'র কাছে রিল বানানোর চেষ্টা করছিলেন, প্রাঙ্গণের মধ্যে ভিডিওগ্রাফির নিষেধাজ্ঞা লঙ্ঘন করে।
এরপর যথারীতি জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্ত অফিসার রমেশ চাঁদ রেকর্ড করার অনুমতি না দেওয়ার ফলে ওই পর্যটকদের বাড়তে থাকা খারাপ আচরণের কথা জানিয়েছলেন। সিআইএসএফ কমান্ড্যান্ট রাহুল যাদব নিশ্চিত করেছেন যে উভয় পক্ষের কাছ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। তিনি আরও জানিয়েছেন যে ভারতের ঐতিহ্য রক্ষার্থেই বাধা দিয়েছেন। কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ সহ ভাইরাল ভিডিয়োটি বিশ্লেষণ করে বিবাদের আসল কারণ খুঁজে বের করছে। আসলে যাদবের কথায়, তাজমহলে প্রবিধান মেনে চলার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন তিনি। এই ঘটনার ভিত্তিতে, দর্শনার্থীদের ঐতিহাসিক স্মৃতিসৌধের পবিত্রতা রক্ষার জন্য নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports