উপাচার্যের নাম রঞ্জিত সিং যাদব (৫৯)। তিনি ঝাঁসির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রবিবার রাতে দক্ষিণ এক্সপ্রেসে করে দিল্লি থেকে ঝাঁসি যাচ্ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন ২০ জনেরও বেশি ছাত্র। কিন্তু, ট্রেনটি মোরেনায় পৌঁছানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন।
প্রতীকী ছবি
চাঞ্চল্যকর ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। উপাচার্যের জীবন বাঁচানোর জন্য হাইকোর্টের বিচারপতির গাড়িই ছিনতাই করে নিল ছাত্ররা। আর সেই গাড়িতে করেই অসুস্থ উপাচার্যকে হাসপাতালে নিয়ে গেল ছাত্ররা। যদিও শেষমেষ উপাচার্যকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। এমন ঘটনাই বেশ কয়েকজন ছাত্রের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই ছাত্ররা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির সদস্য। এই ঘটনার প্রতিবাদে থানার বাইরে বিক্ষোভ দেখান এবিভিপি সদস্যরা।
জানা গিয়েছে, উপাচার্যের নাম রঞ্জিত সিং যাদব (৫৯)। তিনি ঝাঁসির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রবিবার রাতে দক্ষিণ এক্সপ্রেসে করে দিল্লি থেকে ঝাঁসি যাচ্ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন ২০ জনেরও বেশি ছাত্র। কিন্তু, ট্রেনটি মোরেনায় পৌঁছানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর ট্রেনটি গোয়ালিয়র স্টেশনে আসার পরে ছাত্ররা অসুস্থ উপাচার্যকে সাহায্য করার চেষ্টা করেন। ট্রেন থেকে নেমে তারা প্রথমে গোয়ালিয়র স্টেশনের বাইরে অ্যাম্বুলেন্স খোঁজেন। কিন্তু, খুঁজে পাননি। এরপর পড়ুয়ারা স্টেশনের বাইরে বিচারপতির গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন তারা চালক এবং নিরাপত্তা কর্মীদের কাছে সাহায্যের জন্য আবেদন জানান। কিন্তু, গাড়ির চালক তাতে আপত্তি জানান। তখন ছাত্ররা গাড়ির চালকের কাছ থেকে চাবি জোর করে ছিনিয়ে নিয়ে ওই গাড়িতে করে অসুস্থ উপাচার্যকে হাসপাতালে নিয়ে যান।শেষ পর্যন্ত তারা উপাচার্যকে জয় আরোগ্য হাসপাতালে ভর্তি করতে সক্ষম হন। কিন্তু, কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।