বৃহস্পতিবার সন্ধ্যায় কোটার মহাবীর নগরে হস্টেলে মণীশের মৃতদেহ উদ্ধার করা হয়। উত্তরপ্রদেশের আজমগঢ়ের বাসিন্দা। মণীশ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। গত বছর কোটায় একটি কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন।
কোটায় আত্মঘাতী ছাত্র। (প্রতীকী ছবি)
রাজস্থানের কোটায় এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। বৃহস্পতিবার ওই ছাত্রের দেহ উদ্ধার হয়েছে। মৃত ছাত্রের নাম মণীশ প্রজাপত (১৭)। পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। এই নিয়ে গত এক সপ্তাহে তিন ছাত্রের রহস্য মৃত্যু হল কোটায়। জানা গিয়েছে, ওই ছাত্রের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁর বাবা। তিনি বাড়ি ফেরার পথেই ছেলের মৃত্যুর খবর শুনতে পান। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পরীক্ষার চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন ছাত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কোটার মহাবীর নগরে হস্টেলে মণীশের মৃতদেহ উদ্ধার করা হয়। উত্তরপ্রদেশের আজমগঢ়ের বাসিন্দা। মণীশ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। গত বছর কোটায় একটি কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। জানা গিয়েছে, ওই ছাত্রের বাবা তাঁর সঙ্গে সেখানে পাঁচ দিন ছিলেন। এরপর বৃহস্পতিবার তিনি সেখান থেকে চলে যান। বাড়ি ফেরার পথেই তিনি ছেলের মৃত্যুর খবর জানতে পারেন।
পুলিশ সূত্রের খবর, রাতে খাবার পর সন্ধ্যা ৭টার দিকে ঘরে ঢুকে পড়েন ওই ছাত্র। সেই সময় তাঁর বাবা তাঁকে বেশ কয়েকবার ফোন করেছিলেন। কিন্তু তিনি ফোনে ছেলেকে পাচ্ছিলেন না। তাই তিনি উদ্বিগ্ন হয়ে হস্টেল কর্তৃপক্ষকে ফোন করে খোঁজ নিতে বলেন। এরপর হস্টেলের কর্মীরা গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ। ধাক্কাধাক্কি করে সাড়া না পেয়ে জানলা দিয়ে উঁকি দিতেই দেখতে পান মণীশের দেহ।