SpiceJet: ৩০ অক্টোবর থেকে সব শক্তি নিয়ে ময়দানে স্পাইস জেট, বিধিনিষেধ তুলল DGCA
1 মিনিটে পড়ুন Updated: 21 Oct 2022, 07:56 PM ISTকিছুটা স্বস্তিতে স্পাইস জেট। এবার ওই বেসরকারি বিমান সংস্থার উপর থেকে যাবতীয় বিধিনিষেধ তুলে নিল ডিজিসিএ।

নেহা এলএম ত্রিপাঠি
স্পাইস জেটের উপর থেকে যাবতীয় বিধিনিষেধ তুলে নিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্য়াভিয়েশন। ৩০ অক্টোবর থেকে সমস্ত ক্য়াপাসিটি নিয়েই বিমান চালাতে পারবে স্পাইস জেট। বিমানের ক্ষেত্রে ওই নিয়ন্ত্রক সংস্থা গত ২৭ জুলাই আট সপ্তাহের জন্য এই বিধিনিষেধ আরোপ করেছিল।এরপর ২১ সেপ্টেম্বর সেই নিয়ন্ত্রণের মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল। তবে ডিজিসিএর বর্তমান পদক্ষেপের জেরে ওই বিমান সংস্থা ২০০০ এর কিছু বেশি বিমান চালানোর অনুমতি পেয়েছিল। কিন্তু তাদের অনুমোদিত বিমান ৪,১৯২টি। তবে এবার নিয়ন্ত্রণ তুলে নেওয়ার জেরে বিমানের সংখ্যা অনেকটাই বাড়তে পারে।
তবে স্পাইস জেটের একাধিক বিমানে প্রযুক্তিগত নানা ত্রুটির কথা বার বার সামনে আসছে। গত ১২ অক্টোবর হায়দরাবাদ বিমানবন্দরে একটি বিমানকে নামানো হয়েছিল। ইঞ্জিনের তেল চুঁইয়ে এয়ারক্রাফটের এয়ারকন্ডিশনের ব্যবস্থার মধ্যে ঢুকে যাচ্ছিল বলে বোঝা যায়। তবে বিমানের সমস্ত যাত্রীদের নিরাপদে বের করা হয়।
তবে সূত্রের খবর সামগ্রিক পরিস্থিতিতে অবশ্য ওই বিমান সংস্থার ক্যাপ্টেন সহ পাইলটদের বেতনও বৃদ্ধি করা হয়েছে। অন্য়দিকে কার্যত খরচ বাঁচাতে অন্তত ৮০জন পাইলটকে বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছিল।
তবে স্পাইস জেটের তরফে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছিল ওই পাইলটরা অন্য়ান্যদের মতোই বাকি সুবিধাগুলো আগের মতোই পাবেন। তবে ওয়াকিবহাল মহলের মতে, এবার নিয়ন্ত্রণ উঠে যাওয়ার পরে কিছুটা হলেও স্বস্তি পেল ওই বিমান সংস্থা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports