রক্ষণাবেক্ষণ ঘিরে কিছু দেখভাল চলছিল বিমানে। সেই সময় উপস্থিত ইঞ্জিনিয়াররা লক্ষ্য করেন বিমানের একটি ইঞ্জিনে আগুন। সঙ্গে সঙ্গে দমকলকে ডাকা হয়। এদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনা অন্য একটি বিমানের টেক্সিওয়ে থেকে ফোনে তুলে ধরেন এক যাত্রী।
দিল্লি বিমানবন্দরে স্পাইসজেটের বিমানে আগুন।
চলছি ইঞ্জিন সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজ। তখনই ধরে যায় আগুন। দিল্লি বিমানবন্দরে স্পাইসজেটের বিমানে রক্ষণাবেক্ষণের কাজের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা সকলেই রয়েছেন নিরাপদে। এই তথ্য এয়ারলাইন্স কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণ ঘিরে কিছু দেখভাল চলছিল বিমানে। সেই সময় উপস্থিত ইঞ্জিনিয়াররা লক্ষ্য করেন বিমানের একটি ইঞ্জিনে আগুন। সঙ্গে সঙ্গে দমকলকে ডাকা হয়। এদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনা অন্য একটি বিমানের টেক্সিওয়ে থেকে ফোনে তুলে ধরেন এক যাত্রী। খুব কাছ থেকে তিনি দেখতে পান ওই বিমান থেকে কীভাবে ধোঁয়ার কুণ্ডলী দানা বাঁধছে। ডিজিসিএ সদ্যই স্পাইসজেটের থেকে তার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নজরদারি তুলে নিয়েছে। তারই মাঝে এভাবে বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে তোলপাড় তৈরি হয়। উল্লেখ্য, গত ২২ জুন এই এয়ারলাইন্সকে নিরাপত্তার তদারকি সংক্রান্ত ঘটনায় নজরদারিতে রেখেছিল ডিজিসিএ। তারপর জিডিসিএ দেশের বহু জায়গায় স্পাইসজেটকে ঘিরে নজরদারি ও পর্যবেক্ষণ চালায়। দেশের ১১ টি জায়গায় এয়ারলাইন্সের বিমানে ৫১ টি স্পট চেক সম্পন্ন হয় বলে জানা যায়।