৭৭তম স্বাধীনতা দিবস। তার আগে জাতির উদ্দেশে ভাষণ দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জেনে নিন কোন বিষয়ের উপর আলোকপাত করলেন তিনি।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন…স্বাধীনতার উৎসব আসন্ন। সকলেই অপেক্ষা করছেন। আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সেই ছোট্ট গ্রামে জাতীয় পতাকা তুলতাম, দেশাত্মবোধক গান গাইতাম। স্কুল শিক্ষিকা ছিলাম আমি। সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। উপনিবেশিকতার শেষ হয়েছে। মহাত্মা গান্ধী সহ অন্যান্য মহানায়করা ভারতের আত্মাকে জাগিয়েছিলেন। ভারতের সত্য ও অহিংসার আদর্শকে গ্রহণ করেছে বহু দেশ।স্বাধীনতার সেনানীদের শ্রদ্ধা জানাচ্ছি। মাতঙ্গিনী হাজরার মতো সেনানীরা সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী দেশ তথা সমাজের জন্য কাজ করে গিয়েছেন। মহিলারা বহু ক্ষেত্রে আজ এগিয়ে গিয়েছেন। কয়েক দশক আগে এটা ভাবতেই পারতেন না। আর্থিক শক্তিতে বলীয়ান হয়েছেন ভারতের নারীরা। ভারতের বোন, মায়েরা সাহসের সঙ্গে এগিয়ে চলেছেন। ভারত অন্তরাষ্ট্রীয় ক্ষেত্রেও এগিয়ে গিয়েছে। জি-২০ এর ক্ষেত্রে সাফল্য় পেয়েছে ভারত। আদিবাসীদের আবেদন করছি পরম্পরাকে মেনে নিয়ে আধুনিকতার দিকে এগিয়ে চলুন। আমি শিক্ষিকা ছিলাম। আমি শিক্ষার অগ্রগতি চাই। আগামীদিনে শিক্ষা ক্ষেত্রে বড় উন্নতি হবে। বিকাশের অনন্তসম্ভবনা ভারতের যুব সমাজের মধ্য়ে হবে। আজ মহাকাশ গবেষণাকেন্দ্র নতুন গবেষণার দিকে এগোচ্ছে। চাঁদের মাটিতে নামবে ভারতের চন্দ্রযান। তার জন্য অপেক্ষা করে আছি আমরা। এটা হল একটা সিঁড়ি। গবেষণার ক্ষেত্রে আরও এগিয়ে যাব আমরা। গরিব মানুষদের উপর আবহাওয়ার খামখেয়ালিপনার প্রভাব পড়ে। অনেক জনজাতির মানুষ রয়েছেন যাঁরা প্রকৃতির কাছে বসবাস করেন। তাঁরা প্রকৃতিতে মাতা বলে মনে করেন। তাঁরা প্রকৃতিকে অত্যন্ত ভালোবাসেন। আমরা অমৃতকালে প্রবেশ করেছি। আমরা সকলেই সংবিধানের মূল কর্তব্য পালনের জন্য় প্রতিজ্ঞতাবদ্ধ হই। ভারতের সেনা, পুলিশ, প্রবাসীদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি।