সনিয়া গান্ধীর জন্মদিন উপলক্ষে টুইটে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। টুইট করে মোদী এদিন লেখেন, ‘শ্রীমতি সনিয়া গান্ধীজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি।’ এদিকে প্রাক্তন কংগ্রেস সভাপতি বৃহস্পতিবারই রণথম্ভোরে পৌঁছেছেন। বর্তমানে সেখানেই কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা চলছে। সেখানেই আজ তিনি জন্মদিন পালন করবেন।
গতকালই সনিয়া গান্ধী জয়পুরে পৌঁছে যান। পরে বিকেলে তিনি হেলিকপ্টারে করে সাওয়াই মাধোপুরে যান। তিনি রণথম্ভোরের শেরবাগ হোটেলে আছেন। শুক্রবার সেখানে তাঁর জন্মদিন উদযাপন করা হবে বলে দলের নেতারা জানিয়েছেন। এদিকে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও গতকালই রণথম্ভোরে পৌঁছে যান। জানা গিয়েছে, স্থানীয় প্রশাসন সনিয়া গান্ধী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ব্যবস্থা করেছে।
এদিকে সনিয়াকে টুইটবার্তায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে কংগ্রেস নেতারাও। সলমন খুরশিদ টুইট বার্তায় লেখেন, ‘ইউপিএ চেয়ারপার্সন তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি শ্রীমতি সনিয়া গান্ধীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্যের জন্য ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুক।’ এদিকে যুব কংগ্রেস সভাপতি বিভি শ্রীনিবাস টুইট করে লেখেন, ‘তিনি এমন একজন মহিলা, যিনি এই জাতির সেবায় অনেক কিছু হারিয়েছেন। তিনি এখনও এই জাতির অগ্রগতির জন্য তাঁর সমস্ত শক্তি দিয়ে দাঁড়িয়ে আছেন এবং কংগ্রেস দলকে পথ দেখিয়ে চলেছেন। আমাদের নেত্রী শ্রীমতি সনিয়া গান্ধীজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং কামনা করি যাতে আগামী বছর কাটুক সুস্থতা ও সুখের মধ্য দিয়ে!’ এদিকে টুইটে সনিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর, পবন খেরাও।