সিয়াচেনকে ‘বীরত্ব ও সাহসের রাজধানী’ বলে অভিহিত করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এর পাশাপাশি সিয়াচেনকে ভারতের ‘সার্বভৌমত্ব এবং দৃঢ়তার প্রতীক’ বলেও উল্লেখ করেছেন। সোমবার প্রতিরক্ষা মন্ত্রী দেশের সামগ্রিক সামরিক প্রস্তুতির মূল্যায়ন করতে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসাবে পরিচিত সিয়াচেন বেস ক্যাম্প পরিদর্শন করেন। সেখানেই তিনি এমন মন্তব্য করেন।
আরও পড়ুন: বাংলায় সিএএ লাগু করা কেউ আটকাতে পারবে না, মালদায় জানালেন রাজনাথ
এদিন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী এলাকার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন।এছাড়াও সেখানে অবস্থানরত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সাহসীদের প্রতি শ্রদ্ধা জানান। সেনা জওয়ানদের উদ্দেশ্যে রাজনাথ সিং বলেন, ‘বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহে আপনারা যেভাবে দেশকে রক্ষা করেছেন তার জন্য আমি আমাদের অভিনন্দন জানাই। সিয়াচেনের ভূমি কোনও সাধারণ ভূমি নয়। এটি দেশের সার্বভৌমত্ব ও দৃঢ়তার প্রতীক। এটা আমাদের জাতীয় সংকল্পের প্রতিনিধিত্ব করে।’
এরপরেই রাজনাথ দেশের রাজধানীর প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘আমাদের জাতীয় রাজধানী যেমন দিল্লি, মুম্বই যেমন আমাদের অর্থনৈতিক রাজধানী, প্রযুক্তিগত রাজধানী হিসেবে যেমন বেঙ্গালুরু পরিচিত তেমনি বীরত্ব ও সাহসের রাজধানী হল সিয়াচেন।’
পরে এদিন সিয়াচেন সফরের একাধিক ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজনাথ। তাতে তিনি লেখেন, ‘সিয়াচেনে ভারতীয় সেনা জওয়ানদের সাহসিকতা এবং লোহার মতো দৃঢ় ইচ্ছাশক্তি সবসময় দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে।’