সদ্য প্রয়াত হয়েছেন শিল্পপতি রতন টাটা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ার মঙ্গলবার দাবি করেছেন যে টাটা অ্যাডভান্সড সিস্টেম ও এয়ারবাস যেটা গুজরাটে রয়েছে সেটা মহারাষ্ট্রে হওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সেটাকে সরানো হয়।
শরদ পাওয়ার বরামতীতে বিধানসভা এলাকায় একটা নির্বাচনী সভায় বলেছিলেন, রতন টাটা চাইতেন মহারাষ্ট্রে এই প্রকল্পটা হোক। তাঁর সঙ্গে কথা বলেই নাগপুর এমআইডিসিতে একটা জায়গা চিহ্নিত করা হয়েছিল। সেই জায়গাটির পরিমাণ ছিল ৫০০ একর। শরদ পাওয়ার জানিয়েছেন সেটা ছিল মনমোহন সিং সরকারের আমলে। যার শরিক ছিলেন শরদ পাওয়ার নিজেও। তিনি বলেন, আমাদের সরকারের বদল হল। এরপর ক্ষমতায় এল মোদী সরকার। মোদী প্রধানমন্ত্রী হলেন। আর প্রধানমন্ত্রী হয়েই তিনি টাটাকে বললেন যাতে কারখানাটি গুজরাটে করা যায়।
শরদ পাওয়ার বলেন, এই কারখানা মহারাষ্ট্রে হলে হাজার হাজার কর্মীরা কাজ পেতেন। তাঁর আরও দাবি সেমিকন্ডাক্টর তৈরির কারখানা ফক্সকনকেও মোদী সরিয়ে নিয়ে গিয়েছিলেন গুজরাটে। সেটা মহারাষ্ট্রে হওয়ার কথা ছিল। শরদ পাওয়ার বলেন, প্রধানমন্ত্রী কেবলমাত্র একটা রাজ্যের জন্য নন। তিনি গোটা দেশের। তাঁর গোটা দেশের কথাই ভাবা উচিত ছিল।