সম্প্রতি এসসিও সম্মেলনে যোগ দিতে পাকিস্তান গিয়েছিলেন এস জয়শংকর। সেখানে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নিমন্ত্রণে নৈশভোজের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জয়শংকর। এমনকী পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ সেকেন্ড ধরে হাত মিলিয়ে কুশল বিনিময় করতেও দেখা গিয়েছিল তাঁকে। তবে সেই পর্যন্তই। দুই দেশের শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যে কোনও দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। এই আবহে এনডিটিভির বিশ্ব সম্মেলনে পাক সফর নিয়ে প্রশ্ন করা হয়েছিল জয়শংকরকে। আর তাতে অকপটে জয়শংকর ললেন, 'হাত মিলিয়ে ফেরত চলে এসেছি।'
পাক সফর নিয়ে গতকালকের এনডিটিভির সম্মেলনে জয়শংকর বলেন, 'আমরা এসসিও-র একজন ভালো সদস্য। আমরা ভালো কাজকে সমর্থন করি। আমরা চেয়েছিলাম যাতে সম্মেলনের কাজ মসৃণ ভাবে এগিয়ে যায়। তাই সেখানে গিয়ে হাত মিলিয়ে চলে এসেছি।' প্রসঙ্গত, নৈশভোজের অনুষ্ঠানে শেহবাজর সঙ্গে জয়শংকরের করমর্দনের সেই মুহূর্তটা বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর এর পরদিনই মূল সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে আক্রমণাত্মক হতে দেখা গিয়েছিল জয়শংকরকে।
এসসিও-র মূল সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে জয়শংকর বলেছিলেন, 'আমাদের প্রচেষ্টা তখনই সফল হবে, যখন চর্টারের প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ় থাকবে। এটা স্বতঃসিদ্ধ যে উন্নয়ন ও বৃদ্ধির জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন। যদি সীমান্তপার কট্টরপন্থা, সন্ত্রাসবাদ, বিচ্ছিনতাবাদ জারি থাকে, তাহলে সেই আবহে কখনও বাণিজ্যের প্রসার ঘটতে পারে না বা যোগাযোগ স্থাপন হতে পারে না।' এদিকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাঠামোয় বদলের বিষয়টি উত্থাপন করেন জয়শংকর। তিনি দাবি করেন, এসসিও-র সব সদস্যেরই উচিত এই কাঠামোগত পরিবর্তনের পক্ষে সরব হওয়া। উল্লেখ্য, দীর্ঘ ন’বছর পরে পাকিস্তানের মাটিতে কোনও ভারতীয় বিদেশমন্ত্রী পা রাখেন। সব মিলিয়ে ২৪ ঘণ্টারও কম সময় জয়শঙ্কর পাকিস্তানে ছিলেন। এর মাঝে আবার ইসলাবাদে মর্নিং ওয়াক করতেও দেখা গিয়েছিল জয়শংকরকে।
এদিকে জয়শংকরের পাক সফরের আবহে অনেকেরই মনে প্রশ্ন উঠেছিল, ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে দ্বিপাক্ষিক কোনও বৈঠক কি হবে এই সময়ে? তবে সেই জল্পনায় আগেই জল ঢেলেছিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। তবে পাক প্রধানমন্ত্রীর আয়োজিত নৈশভোজের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন জয়শংকর। সেখনে পাকিস্তানের শীর্ষ নেতার সঙ্গে অনানুষ্ঠানিক ভাবে কুশল বিনিময় করেন জশংকরের। তবে গুরুত্বপূর্ণ কোনও বিষয় নিয়ে কথাবার্তা সেই সীমিত সময়ে হয়নি বলে জানা যায়। এই নৈশভোজে এসসিও সম্মেলমে আগত সব বিদেশি অতিথিরাই ছিলেন। আর এনডিটিভির সম্মেলনে সেই নৈশভোজে প্রসঙ্গ টেনে এনেই জয়শংকর বলেন, 'হাত মিলিয়ে ফিরে এসেছি'।