পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্টটি গত ফেব্রুয়ারি মাসেই সংসদে পাশ হয়ে গিয়েছিল। আর সম্প্রতি নিট এবং নেট নিয়ে বিতর্ক তৈরি হতেই এই আইনের নির্দেশিকা জারি করে দিল কেন্দ্রীয় সরকার।
Ad
১ কোটি জরিমানা থেকে ১০ বছর জেল, NEET বিতর্কের মাঝে কার্যকর প্রশ্নফাঁস বিরোধী আইন
নিট প্রশ্নফাঁস অভিযোগে জর্জরিত এনটিএ এবং কেন্দ্রীয় সরকার। এরই মাঝে আবার ডার্কনেটে ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়ে যায়। সেই কথা স্বীকার করে নিয়ে পরীক্ষা বাতিল করার ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এই সব বিতর্কের মাঝেই এবার প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া আইন আনল কেন্দ্রীয় সরকার। পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্টটি গত ফেব্রুয়ারি মাসেই সংসদে পাশ হয়ে গিয়েছিল। আর সম্প্রতি নিট এবং নেট নিয়ে বিতর্ক তৈরি হতেই এই আইনের নির্দেশিকা জারি করে দিল কেন্দ্রীয় সরকার। (আরও পড়ুন: 'ছেঁড়া OMR…', NEET নিয়ে বড় অভিযোগ পানিহাটির ছাত্রীর, কী বলল কলকাতা হাই কোর্ট?)
নিট এবং নেট বিতর্কের মাঝে দগত বৃহস্পতিবারই এই প্রশ্নফাঁস বিরোধী আইন নিয়ে সওয়াল করা হয়েছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্ত্র প্রধানকে। তখনই শিষামন্ত্রী দাবি করেছিলেন, এই আইন সংক্রান্ত বিধি তৈরি করে ফেলেছে আইন মন্ত্রক। আর সেই দাবির পরই শুক্রবার, ২১ জুন কার্যকর করা হয় পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট। এই নয়া আইন অনুযায়ী, কোনও ব্যক্তি যদি প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে দোষীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হবে। এরপর আদালতে ধৃতের বিরুদ্ধে দোষ প্রমাণ হয়ে গেলে ন্যূনতম তিন বছরের কারাদণ্ডের প্রস্তাব করা হয়েছে। এই কারাদণ্ডের সাজা অবশ্য ১০ বছর পর্যন্ত হতে পারে। (আরও পড়ুন: নিজ্জরের দুঃখে সংসদে নীরবতা পালন, 'খলিস্তানপ্রীতি' নিয়ে কানাডাকে আয়না দেখাল ভারত)
নয়া পরীক্ষা আইনের বিধি অনুযায়ী, পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকা সংস্থার কোনও ব্যক্তি যদি প্রশ্নফাঁসের ঘটনায় যুক্ত থাকে, তাহলে তাকে ৫ থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে। এদিকে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে দোষীকে। এদিকে যদি কোনও নিয়ামক সংস্থার আধিকারিক পরীক্ষায় জালিয়াতির কথা জেনেও চুপ থাকেন, তাহলে তাঁকেও ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। তবে প্রশ্নফাঁস বা পরীক্ষায় জালিয়াতি মামলায় বাইরের লোক জড়িত থাকলে তাদের সর্বোচ্চ পাঁচবছরের কারাদণ্ড এবং সর্বাধিক ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে নয়া আইনে। এদিকে এই আইনে ভারতীয় ন্যায় সংহিতার উল্লেখ রয়েছে। তবে ন্যায় সংহিতা কার্যকর হবে ১ জুলাই থেকে। তবে এই পরীক্ষা আইনের বিধানগুলি এখন থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ততদিন ভারতীয় দণ্ডবিধির অধীনেই এই আইনের ধারাগুলি কার্যকর থাকবে।