বাংলা নিউজ > ঘরে বাইরে > Kashmir Terror Attack: গভীর জঙ্গলে চলছে তল্লাশি, কতজন জঙ্গি ছিল কাশ্মীরে বাসে হামলার পেছনে?
পরবর্তী খবর
Kashmir Terror Attack: গভীর জঙ্গলে চলছে তল্লাশি, কতজন জঙ্গি ছিল কাশ্মীরে বাসে হামলার পেছনে?
2 মিনিটে পড়ুন Updated: 11 Jun 2024, 05:00 PM ISTSatyen Pal
জম্মুতে যাত্রীবাহী বাসে জঙ্গি হামলায় ৯ জন নিহত ও ৪২ জন আহত হওয়ার পর ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। লস্কর-ই-তৈবার জড়িত থাকার সন্দেহ।
রিয়াসিতে জঙ্গি হানার পরে চলছে তল্লাশি। (PTI Photo)
SRINAGAR :
সোমবার জম্মুর রিয়াসি জেলায় তীর্থযাত্রী ভর্তি একটি বাসে হামলা চালানো জঙ্গীদের ধরতে পুলিশ ১১টি দল গঠন করে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর।
রাজ্য তদন্তকারী সংস্থা এবং জাতীয় তদন্ত সংস্থাও তদন্তে যোগ দিয়েছে এবং তারিয়াথের হামলার ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ৫৩ আসনের বাসটি রিয়াসির শিব খোরি মন্দির থেকে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার পথে রবিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রিয়াসির তেরিয়াথ গ্রামে গুলি চালায় জঙ্গিরা। বাসটি খাদে পড়ে যায়।
আধিকারিকদের ধারণা, হামলায় জড়িত জঙ্গিরা নিকটবর্তী জঙ্গলে লুকিয়ে থাকতে পারে, হামলাকারীদের খুঁজে বের করতে ড্রোন ও কোয়াডকপ্টারের প্রয়োজন হতে পারে।
তিনি বলেন, প্রত্যক্ষদর্শী ও এলাকা থেকে পাওয়া পায়ের ছাপ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসে হামলার ঘটনায় দুই থেকে তিনজন জঙ্গি জড়িত থাকতে পারে। উধমপুরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রইস মহম্মদ ভাট জানিয়েছেন, আমাদের তদন্ত চলছে।
তিনি বলেন, 'আমরা অনেককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছি। এখন পর্যন্ত যতটুকু বিশ্লেষণ করা হয়েছে, তাতে লস্করের হাত দেখা যাচ্ছে।