মোবাইল শুল্ক বাড়ার পরে মঙ্গলবারই প্রথম তা কার্যকর করা শুরু করল এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। এরপরেই ৬ ডিসেম্বর থেকে শুল্ক বাড়াতে চলেছে রিলায়েন্স জিও।সংশোধিত রিচার্জ প্ল্যান আসার আগে পুরনো প্ল্যানের যাবতীয় সুবিধা ভোগ করার জন্য আর দুই দিন বুকিংয়ের সুযোগ পাচ্ছেন জিও গ্রাহকরা। শুল্ক বাড়ার আগে এমন সুবিধা নিজের গ্রাহকদের দিয়েছিল এয়ারটেলও। পুরনো রিচার্জ প্ল্যানের সুবিধা পেতে গ্রাহকদের অগ্রিম বুকিংয়ের সুবিধা দেওয়া হয়েছিল, যা বর্তমানে জিও দিচ্ছে।জানা গিয়েছে, নতুন রিচার্জ প্ল্যানেও আনলিমিটেড ভয়েস ও ডেটার সুবিধা দেবে জিও। অন্য মোবাইল নেটওয়ার্ক থেকেও সুবিধাজনক নীতি চালু করতে চলেছে জিও। টেলিকম সংস্থাটির তরফে জানানো হয়েছে, ৪০% পর্যন্ত বাড়তে চলেছে মোবাইল শুল্ক।নতুন শুল্কের হার চালু করার আগে কীভাবে পুরনো হারেই রিচার্জ প্ল্যান বুকিং করা যাবে, তা জেনে নিন একনজরে।জিও ইউজারদের প্রথমে মাই জিও অ্যাপে ‘মাই প্ল্যানস’ বিভাগে যেতে হবে। এখানে অ্যাক্টিভ রিচার্জ প্ল্যানের নীচে ‘কিউ প্ল্যান অপশন’ দেখা যাবে। চাইলে ‘অ্যাক্টিভেট’ বোতাম টিপে পরবর্তী রিচার্জ প্ল্যান পুরনো দরেই বুক করতে পারবেন জিও ইউজাররা। বর্তমানে চালু রিচার্জ প্ল্যান শেষ হয়ে গেলে নিজে থেকেই পুরনো দরে পরবর্তী রিচার্জ চালু হয়ে যাবে।আরও একটি প্রক্রিয়ায় ইউজারদের রিচার্জ কিউ আপ করার ব্যবস্থা করেছে জিও। এই ব্যবস্থায় ৪৪৪X৪ অল-ইন-ওয়ান রিচার্জ প্ল্যান এনেছে জিও, যা ৩৩৬ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এই প্ল্যানে এককালীন ১,৭৭৬ টাকা দিলে বছরে চার বার ৪৪৪ টাকার প্ল্যান পাবেন গ্রাহকরা।এই রিচার্জ প্ল্যানে জিও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল পরিষেবা ছাড়াও পাওয়া যাবে অন্য নেটওয়ার্কে ৪,০০০ মিনিট কল করার সুবিধা। তা ছাড়া, প্রতিদিন ২ জিবি ডেটা ও ১০০টি এসএমএস পাওয়া যাবে। অন্যান্য রিচার্জ প্ল্যানের মতোই জিও ৪৪৪ রিচার্জ প্ল্যানে প্রতিটি জিও অ্যাপ ব্যবহারের সুবিধাও পাবেন গ্রাহকরা।