শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তোপ দাগলেন সংঘর্ষবিরতি ইস্যুতে। উল্লেখ্য, শুক্রবারও ট্রাম্প দাবি করেন, তিনি বাণিজ্য চুক্তিকে হাতিয়ার করে ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছিলেন। এই আবহে প্রিয়াঙ্কা বললেন, ট্রাম্প বারবার দাবি করছেন যে তাঁর প্রশাসন প্রস্তাবিত বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা থামিয়েছিল। তবে এখনও কেন ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি সম্পন্ন হল না? সোশ্যাল মিডিয়ার এক পোস্টে প্রিয়াঙ্কা চতুর্বেদী এই তোপ দাগেন। উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর ভারতের যে সাংসদরা বিভিন্ন দেশে কূটনৈতিক সফরে গিয়েছিলেন, সেই দলে ছিলেন প্রিয়াঙ্কাও। (আরও পড়ুন: সন্ত্রাসবাদ নিয়ে কানমলা খেয়ে এবার নতুন আবদার পাকিস্তানের)
আরও পড়ুন: USA এবং UN-এর ১২৬৭ কমিটিকে টিআরএফ ডসিয়ার দেন বিদেশ সচিব মিশ্রি, কী ছিল তাতে?
এর আগে শুক্রবার ট্রাম্প বলেন, বাণিজ্য চুক্তির মাধ্যমে এই উত্তেজনা কমানো হয়েছে। ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে পরিস্থিতি গুরুতর ছিল। পাঁচটি বিমান গুলি করে নামানো হয় মাটিতে এবং পরমাণু শক্তিধর দুই দেশ একে অপরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। প্রেসিডেন্টের দাবি, বাণিজ্যকে অস্ত্র করে তিনি সংঘাতকে থামিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমরা অনেক যুদ্ধ থামিয়েছি। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছিল এবং তা বড় হচ্ছিল। আমরা বাণিজ্যের মাধ্যমে এর সমাধান করেছি। আমরা বলেছি, যদি তোমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করো, তাহলে আমরা তোমার সঙ্গে বাণিজ্য চুক্তি করব না।' (আরও পড়ুন: চাকরির ১৫ বছর বাকি থাকতে পদত্যাগ করলেন ২ মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা IRS অফিসার)
আরও পড়ুন: এপস্টিন-ট্রাম্প সম্পর্ক নিয়ে বিস্ফোরক WSJ, ৮৬০০০ কোটির মামলা US প্রেসিডেন্টের
এর আগে গত সোমবারও ট্রাম্প বলেছিলেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দ্বন্দ্ব থামান বাণিজ্যের মাধ্যমে। তাঁর দাবি ছিল, এই সংঘাত পারমাণবিক যুদ্ধে পরিণত হতে পারত। ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, 'যুদ্ধের সময় সমাধান খুঁজে বের করতে আমরা খুবই সফল হয়েছি। ভারত ও পাকিস্তানের উদাহরণ আছে। তিনি বলেন, ভারত ও পাকিস্তান যেভাবে এগোচ্ছিল, তাতে এক সপ্তাহের মধ্যে তাদের মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারত। পরিস্থিতি খুব দ্রুত খারাপ হচ্ছিল এবং আমরা বাণিজ্যের মাধ্যমে শান্তি ফিরিয়েছি। আমি বলেছি যতক্ষণ না আপনারা সমস্যার সমাধান করছেন ততক্ষণ আমরা আপনাদের সাথে বাণিজ্য নিয়ে কথা বলব না এবং তখন তারা সংঘাত থামায়।