উৎসবের মরশুমেও দেশের বিভিন্ন সীমান্তে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন জওয়ানরা। তাঁদের সম্মানে বাড়িতে প্রদীপ জ্বালানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আজ (রবিবার) ‘মন কি বাত’-এ বিজয়া দশমীর শুভেচ্ছা জানান মোদী। করোনাভাইরাস পরিস্থিতিতে উৎসবের মরশুমে সংযম দেখানোর জন্য দেশবাসীর প্রশংসা করেন। লকডাউনের সময় যে সাফাইকর্মী, পরিচারক, সবজিওয়ালা, দুধওয়ালা, নিরাপত্তারক্ষীরা এগিয়ে এসেছিলেন, তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মোদী। তাঁর কথায়, 'যেভাবেই হোক না কেন, তাঁদের নিজের আনন্দে সামিল করে নেওয়ার আর্জি জানাচ্ছি। পরিবারের সদস্যদের মতো ব্যবহার করুন। তারপর দেখবেন, কীভাবে আপনার আনন্দ কতটা বৃদ্ধি পাবে।'একইসঙ্গে যে জওয়ানদের কারণে সুরক্ষিতভাবে দেশের মানুষ উৎসব পালন করতে পারছেন, তাঁদেরও সম্মান জানানোর আহ্বান জানান মোদী। তিনি বলেন, 'আমাদের সাহসী জওয়ানদের কথাও মনে রাখতে হবে। যাঁরা উৎসবের সময়েও সীমান্তে আছেন। ভারতমাতার সুরক্ষা নিশ্চিত করছেন এবং সেবা করছেন। তাঁদের স্মরণ করে আমাদের উৎসব পালন করতে হবে। ভারতমাতার এই ছেলেমেয়েদের সম্মান জানিয়ে আমাদের ঘরে প্রদীপ জ্বালাতে হবে। আমি আমাদের বীর জওয়ানদের বলতে চাই যে আপনারা সীমান্তে থাকলেও সারা দেশ আপনাদের পাশে আছে। যে পরিবারের ছেলেমেয়েরা সীমান্তে আছেন, তাঁদের পরিবারের ত্যাগকে সম্মান জানাচ্ছি।'