রান্নার গ্যাস বুকিংয়ে মিলবে ২,৭০০ টাকার ক্যাশব্যাক, কীভাবে পাবেন? জেনে নিনে
1 মিনিটে পড়ুন Updated: 10 Aug 2021, 01:51 PM IST- লিঙ্কে যান।
২. তারপর গ্যাস বুকিং সেকশনে যেতে হবে।
৩. সেখানে ' Book A Cylinder' অপশানে ক্লিক করুন।
৪. নিজের গ্যাস সরবরাহকারীর নাম ভুলে যাবেন না যেন। এখানে সেটা অপরিহার্য।
৫. এইচপি, ইন্ডেন ও ভারত গ্যাস—এই তিনটি অপশনই পাবেন।
৬. আপনি যে সংস্থার রান্নার গ্যাস ব্যবহার করেন, তা বেছে নিয়ে 'Proceed' বাটনে ক্লিক করুন।
৭. এর পর নিজের কনজিউমার নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিন।
৮. বুকিং অ্যামাউন্ট দিতে হবে।
৯. এরপর পেমেন্ট অপশন বেছে 'Proceed' বাটনে ক্লিক করুন।