কাশ্মীরের পহেলগাঁওতে হামলার ২৪ ঘণ্টার মধ্যে ইসলামাবাদ মুখ খুলতে শুরু করল। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বুধবার দাবি করেন, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার সাথে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। তিনি প্রতিবেশী দেশে অস্থিরতা সৃষ্টির জন্য ভারতকে দায়ী করেছেন।
আসিফ, শাসক দল পিএমএল-এনের একজন সিনিয়র নেতা এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত পাকিস্তানের রাজনৈতিক আঙিনায়। পাকিস্তানের দাবি, ভারতের অভ্যন্তরীণ ফোর্সই এই কাজ ঘটিয়েছে কাশ্মীরের বুকে। সবচেয়ে বড় বিষয় হল দিল্লি এখনও পর্যন্ত সরকারিভাবে এই হামলার দোষী কারা, বা এর সঙ্গে কারা যুক্ত রয়েছে, তা নিয়ে কিছুই বলেনি। প্রধানমন্ত্রীর তরফে শুধু বলা হয়েছে, দোষীদের রেয়াত করা হবে না। তার পরই এসে গেল ইসলামাবাদের বার্তা।
মঙ্গলবার পহেলগাঁওর বাইসারান তৃণভূমিতে সন্ত্রাসীরা পর্যটকদের ওপর গুলি চালালে প্রায় ২৬ জন নিহত এবং বহু জন আহত হন। এই হামলার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সৌদি আরবে দুই দিনের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরতে হয়। এদিকে, আসিফ ' লাইভ ৯২' নিউজ চ্যানেলের সাথে কথা বলেন।
আসিফ দাবি করেন, পহেলগাঁওতে জঙ্গি হামলার' সাথে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। এটি সম্পূর্ণভাবে নিজ দেশে তৈরি, ভারতের বিরুদ্ধে সেদেশের বিভিন্ন রাজ্যে তথাকথিত বিদ্রোহ চলছে, একটি-দুটি নয়, নাগাল্যান্ড থেকে কাশ্মীর, দক্ষিণে, ছত্তিশগড়, মণিপুর পর্যন্ত কয়েক ডজন। এই সমস্ত স্থানে ভারতীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চলছে।'