জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস সোমবার সংসদে অনাস্থা ভোটে পরাজিত হলেন। সেক্ষেত্রে এবার ভোটের জন্য তৈরি হতে হবে জার্মানিকে। আগামী ২৩শে ফেব্রুয়ারি ভোট হতে পারে জার্মানিতে। আসলে মাস দুয়েক আগে তাঁর তিন দলের জোট সরকার কার্যত ভেঙে পড়েছিল। এরপরই তাঁর সরকার কার্যত টলমলে হয়ে যায়।
এদিকে ৭৩৩টি আসনের মধ্যে শলৎস মাত্র ২০৭টি ভোট পেয়েছেন তাঁর পক্ষে। ৩৯৪টি ভোট তাঁর বিরুদ্ধে পড়েছে। ১১৬জন ভোট দেননি। এদিকে তিনি সংখ্যাগরিষ্ঠতা হওয়ার জন্য় তাঁর দরকার ছিল ৩৬৭টি ভোট। কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি।
এদিকে আস্থা ভোটে হেরে যাওয়ার পরে এখন সেদেশের প্রেসিডেন্টকে ঘোষণা করতে হবে তিনি সংসদ ভেঙে দিয়ে ভোটের ডাক দেবেন কি না।
আপাতত তাঁর হাতে ২১দিন সময়। একবার সংসদ ভেঙে দেওয়ার পরে ৬০ দিনের মধ্যে ভোট করতে হবে। এদিকে ভোটের আগে স্কলজ বলেছিলেন, এই ভোটই ঠিক করে দেবে একটি শক্তিশালী দেশ হিসাবে আমরা ভবিষ্যতের জন্য় কী করার সাহস দেখাব।
৬৬ বছর বয়সি শলৎস, যার জোট গত মাসে ভেঙে গেছে।
আগের চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের রক্ষণশীল সিডিইউ-সিএসইউ বিরোধী জোটের শীর্ষ প্রার্থী ৬৯ বছর বয়সী ফ্রিডরিখ মের্জ জনমত সমীক্ষায় বেশ এগিয়ে আছেন বলে আগেই জানা গিয়েছিল।
রাজনৈতিক প্রতিযোগিতা এমন এক সময়ে অনুষ্ঠিত হল যখন ইউরোপের শীর্ষ অর্থনীতি উচ্চ জ্বালানির দাম এবং চিনের সাথে কঠোর প্রতিযোগিতার মধ্যে তার স্তব্ধ রফতানি নেতৃত্বাধীন শিল্প খাতকে পুনরুদ্ধার করতে লড়াই করছে।
ইউক্রেন যুদ্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ন্যাটো ও বাণিজ্য সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা বাড়ানোয় বার্লিনও বড় ধরনের ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
প্রাক্তন কর্পোরেট আইনজীবী মের্জ দীর্ঘদিন ধরে চ্যান্সেলরের সোশ্যাল ডেমোক্র্যাটস (এসপিডি), বামপন্থী গ্রিন পার্টি এবং উদারপন্থী ফ্রি ডেমোক্র্যাটস (এফডিপি) জোটের ওপর তোপ দেগেছেন।
গত ৬ নভেম্বর এফডিপির বিদ্রোহী অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে বরখাস্ত করার পর রাজস্ব ও অর্থনৈতিক সংকট নিয়ে জোটের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে।
লিন্ডনারের এফডিপির প্রস্থানের ফলে শোলজকে ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক এবং পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সবুজ দলের সাথে সংখ্যালঘু সরকারের শীর্ষে রেখে যায়।
জার্মানির রাজনৈতিক অস্থিরতা এমন সময় এল যখন ইউরোপীয় ইউনিয়নের প্রধান অংশীদার ফ্রান্সও সংকট ও অচলাবস্থায় জর্জরিত হয়েছে, যার ফলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার মধ্যপন্থী ফ্রাঁসোয়া বায়রুকে নতুন সরকার গঠনের চেষ্টা করার আহ্বান জানিয়েছেন।