প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ঘোষণা করেছেন যে জার্মানি ভারতীয় দক্ষ শ্রমিকদের জন্য় ভিসার সংখ্য়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
জার্মানিতে দক্ষ ভারতীয় শ্রমিকদের ভিসার সংখ্য়া ২০ হাজার থেকে বাড়িয়ে ৯০ হাজার করার সিদ্ধান্ত নিয়েছে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদীর আমন্ত্রণে তিন দিনের সফরে ভারতে এসেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। এই সময়ে দু'জন যথাক্রমে বিশ্বের পঞ্চম এবং তৃতীয় বৃহত্তম অর্থনীতি গঠনকারী দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কিত দ্বিপাক্ষিক আলোচনায় জড়িত ছিলেন।
আজ ভারতীয়রা আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশী শিক্ষার্থীদের বৃহত্তম দল। শুধু গত বছরই জার্মানিতে কর্মরত ভারতীয়ের সংখ্যা বেড়েছে ২৩ হাজার। এই প্রতিভা আমাদের শ্রমবাজারে একটি স্বাগত সংযোজন, 'শোলজ জার্মান বিজনেস ২০২৪ এর ১৮ তম এশিয়া-প্যাসিফিক সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময়একথা বলেছিলেন।
ডিজিটাইজেশন, দ্রুত প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবহারকারীবান্ধব উদ্যোগের মাধ্যমে ভিসা প্রক্রিয়াও উন্নত করা হবে বলে জানান তিনি।
তবে জার্মান চ্যান্সেলর যোগ করেছেন যে তারা ‘দক্ষ’ কর্মী হিসাবে বিবেচিত নন তাদের জন্য অভিবাসনের হার হ্রাস করতে চাইছেন।
একই সঙ্গে আমরা অনিয়মিত অভিবাসন কমিয়ে আনছি এবং যাদের আমাদের দেশে থাকার কোনো অধিকার নেই তাদের দেশে ফেরার পথ সুগম করছি। বার্তাটি হল, জার্মানি দক্ষ শ্রমিকদের জন্য উন্মুক্ত, কিন্তু তারপর আমরা সিদ্ধান্ত নিতে পারব কারা আসবে।
জার্মানি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তিও অনুসরণ করছে। আট বছরেরও বেশি সময় পর ২০২২ সালের জুন থেকে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আবার শুরু হয়েছে।
জার্মান চ্যান্সেলর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও গভীর করতে চাই এবং আমাদের সামরিক বাহিনীকে আরও কাছাকাছি আনতে সম্মত হয়েছি।
হায়দরাবাদ হাউসে সপ্তম ইন্টারগভর্নমেন্টাল কনসালটেশনের (আইজিসি) সহ-সভাপতিত্ব করেন মোদী ও শোলজ।
এদিকে দক্ষ পেশাদারদের জন্য ভিসার কোটা বৃদ্ধির খবর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর জেরে যারা জার্মানিতে গিয়ে কাজ করতে চান কিন্তু তাঁরা ভিসার সমস্যার জন্য যেতে পারছেন না তাঁদের অনেক ক্ষেত্রেই সুবিধা হবে। সেক্ষেত্রে যাঁরা বিদেশে যেতে চান তাঁদের বিশেষভাবে সুবিধা হবে। কার্যত বহু ভারতীয়র এবার জার্মানিতে চাকরির সুযোগ বাড়ছে। এতে খুশি হবেন অনেকেই।