সোমবার দারিদ্র্য দূরীকরণে ভারতের প্রচেষ্টাকে সাধুবাদ জানাল রাষ্ট্রসংঘ। UN-এর হিসাব অনুযায়ী, ২০০৫-০৬ থেকে ২০১৯-২১ সময়কালের মধ্যে ভারতে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৪১.৫ কোটি হ্রাস পেয়েছে। এটিকে একটি 'ঐতিহাসিক পরিবর্তন' বলে অভিহিত করেছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) এবং অক্সফোর্ড দারিদ্র্য ও মানব উন্নয়ন উদ্যোগ (OPHI) দ্বারা প্রকাশিত বহুমাত্রিক দারিদ্র্য সূচকে (MPI) এই ফলাফল উঠে এসেছে।
উক্ত প্রতিবেদনে আরও যোগ করা হয়েছে যে, ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যকে অর্ধেক করার যে লক্ষ্য নিয়ে ভারত এগোচ্ছে, তা যে বৃহত্ স্কেলেও প্রয়োগ করা সম্ভব, তারই প্রমাণ এটি। 'ভারতের এই দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি বলা যেতে পারে। প্রথমত, এর লক্ষ্য হল সমস্ত দারিদ্র্যের অবসান ঘটানো। দ্বিতীয়ত হল, দেশে দারিদ্র্য মাত্রার নিচে বসবাসকারী সমস্ত বয়সের পুরুষ, মহিলা এবং শিশুদের অনুপাতকে অন্তত অর্ধেকে হ্রাস করা। ২০৩০ সালের মধ্যেই,' উল্লেখ করা হয়েছে জাতিসংঘের রিপোর্টে। আরও পড়ুন: Global Hunger Index 2022- মাত্র ৩,০০০ জনের ভিত্তিতে সমীক্ষা, ক্ষুধা সূচক র্যাঙ্কিং প্রত্যাখ্যান কেন্দ্রের
তবে এখনই উদযাপনের সময় আসেনি
প্রতিবেদন অনুযায়ী, ২০১৯-২১ সালের হিসাব বলছে, ভারতে এখনও ৯.৭ কোটিরও বেশি দরিদ্র শিশু রয়েছে। অন্য যে কোনও দেশের মোট দরিদ্র শিশুর মোট সংখ্যার থেকে বেশি। তা সত্ত্বেও, এই বহুমুখী নীতি ও পদ্ধতিগুলি এটাই প্রমাণ করছে যে, সমন্বিত হস্তক্ষেপের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবনকে উন্নত করা যেতে পারে,' উল্লেখ করা হয়েছে রিপোর্টে।