Small Saving Schemes Interest Rate: NSC-সহ একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ফের সুদ বাড়াল কেন্দ্র! কত লাভ হবে আপনার? Updated: 30 Dec 2022, 06:22 PM IST Soumick Majumdar NSC, পোস্ট অফিসের টার্ম ডিপোজিট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার বাড়াল কেন্দ্র সরকার। শুক্রবার এই ঘোষণা করা হয়। আগামী ১ জানুয়ারি ২০২৩ থেকে বর্ধিত সুদের হার প্রযোজ্য।