এতদিন চিন থেকেই নানা সমরাস্ত্র কিনত বাংলাদেশ। গত কয়েকবছরের বাংলাদেশের অস্ত্র সম্ভারের দিকে চোখ বোলালে দেখা যাচ্ছে একের পর এক সমরাস্ত্র যেমন নৌবাহিনীর জন্য টাইপ 053H3 ফ্রিজেট চিন থেকেই কিনেছিল বাংলাদেশ। বায়ু সেনার জন্য কে-৮ যুদ্ধবিমান, ট্রেনার বিমান, সেনার জন্য মিসাইল ডিফেন্সও সেই চিনের থেকে কিনেছিল বাংলাদেশ। প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার দিয়ে কেনা সেই অস্ত্র গুণগত মান ও সেগুলি আদৌ কতটা বাস্তবে কার্যকরী হবে তা নিয়ে সংশয় দানা বেঁধেছে। এমনকী যুদ্ধ জাহাজগুলিতে নানা যান্ত্রিক ত্রুটিও নাকি ধরা পড়ছে। তবে কি সেই পরিস্থিতিতেই এবার চিনকে এড়িয়ে ব্রিটেন থেকে অস্ত্র কিনতে চাইছে বাংলাদেশ? বাংলাদেশের বিদেশমন্ত্রী ডঃ একে, আব্দুল মোমেন ব্রিটেন থেকে ভার্চুয়াল মাধ্যমে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ব্রিটেন থেকে ৫টি যুদ্ধজাহাজ বাংলাদেশে কিনবে। দুটি বাংলাদেশেই তৈরি হবে। তিনটি যুদ্ধ জাহাজ ব্রিটেনের মাটিতে তৈরি হবে। এদিকে এবারের সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও আলোচনা হয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রীর। বিদেশমন্ত্রী জানিয়েছেন, মোটামুটিভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি পাঁচটি জাহাজ নেব। এর মধ্যে তিনটি তারা তৈরি করবে। দুটি আমরা করব। আমাদের জাহাজ বানানোর ডকে উন্নয়নের কাজ তারা করবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি হবে। দুই দেশ যৌথভাবে এটি উদযাপন করবে। যথেষ্ট তাৎপর্যপূর্ণ বাংলাদেশের এই পদক্ষেপ।