বাংলা নিউজ > ঘরে বাইরে > North Korea fires missile: গায়ের জোর দেখাতে ফের মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, সতর্কতা জারি করেও তুলল জাপান
পরবর্তী খবর
North Korea fires missile: গায়ের জোর দেখাতে ফের মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, সতর্কতা জারি করেও তুলল জাপান
1 মিনিটে পড়ুন Updated: 13 Apr 2023, 09:39 AM ISTAyan Das
North Korea fires missile: ২০২২ সাল এবং ২০২৩ সাল মিলিয়ে প্রায় ১০০ টি ক্ষেপণাস্ত্র (অনেক পরমাণু ক্ষেপণাস্ত্রও আছে) ছুড়েছে উত্তর কোরিয়া। আজ যে মিসাইল ছোড়া হয়, তার জেরে প্রাথমিকভাবে সতর্কতা জারি করেছিল জাপান।
মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া, টিভিতে দেখছেন দক্ষিণ কোরিয়ার মানুষ। (ছবি সৌজন্যে রয়টার্স)
উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, তা জাপানের ভূখণ্ডে পড়েনি। এমনই দাবি করলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেই পরিস্থিতিতে উত্তরের দ্বীপপুঞ্জ হোক্কাইডোতে যে সতর্কতা জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করে নিয়েছে জাপান সরকার। তারইমধ্যে দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়া নয়া ধরনের ক্ষেপণাস্ত্র (ব্যালিস্টিক মিসাইল) ছুড়েছে। যাতে ‘সলিড ফুয়েল’ (কঠিন অবস্থায় থাকা বিভিন্ন উপাদান) ব্যবহার করা হয়েছে মনে করছে সিওল।
দক্ষিণ কোরিয়ার 'জয়েন্ট চিফস অফ স্টাফস' জানিয়েছেন, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ঙের নিকটবর্তী একটি জায়গা থেকে ওই ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম উন জঙের দেশ। যা উত্তরের পূর্ব উপকূলের জলভাগের দিকে উড়ে গিয়েছে (কোরিয়া উপদ্বীপ এবং জাপানের মধ্যে)। যা মাঝারি-পাল্লার বা দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কতটা দূর উড়ে গিয়েছে ক্ষেপণাস্ত্রটি, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি।
উল্লেখ্য, ২০২২ সাল এবং ২০২৩ সাল মিলিয়ে প্রায় ১০০ টি ক্ষেপণাস্ত্র (অনেক পরমাণু ক্ষেপণাস্ত্রও আছে) ছুড়েছে উত্তর কোরিয়া। যে ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয়েছে, সেগুলি দক্ষিণ কোরিয়া এবং জাপানেও আঘাত হানতে সক্ষম। যে দুটি দেশ এবং আমেরিকাকে 'শত্রু' বলে মনে করেন কিমরা। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যে সামরিক মহড়া চালায়, তার পালটা হিসেবে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে বলে দাবি করে উত্তর কোরিয়া। তবে আদতে সেই কাজটা করে সিওল এবং ওয়াশিংটনের উপর চাপ তৈরি করতে চায় পিয়ংইয়ং। যাতে উত্তর কোরিয়ার উপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সেইসঙ্গে নিজেদের অস্ত্রভাণ্ডারের ক্ষমতাও পরীক্ষা নিতেইউত্তর কোরিয়া হামেশাই ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে সংশ্লিষ্ট মহলের মত।
যদিও আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকা বরাবর দাবি করেছে, সিওল এবং ওয়াশিংটন যে সামরিক মহড়া চালাচ্ছে, তা পুরোপুরি প্রতিরক্ষামূলক। অর্থাৎ কোনও সামরিক অভিযান বা কোথাও আক্রমণের উদ্দেশ্যে সামরিক মহড়া চালানো হয় না। গত কয়েক বছরে যেভাবে পরমাণু অস্ত্রভাণ্ডার বাড়িয়েছে উত্তর কোরিয়া, তাতে নিজেদের প্রস্তুত রাখতে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যৌথভাবে সামরিক মহড়া চালানো হয় বলে দাবি করা হয়েছে।