নেপালের পোখরায় সম্প্রতি ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় ৭২ জনের মৃত্যু হয়েছে। ১৯৯২ সালের পর এটাই সবথেকে ভয়ানক বিমান দুর্ঘটনা নেপালে। এদিকে গত ১১ বছরে ১১টি বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে হিমালয়ের কোলে থাকা এই দেশটি। গতবছরও তারা এয়ারের একটি বিমান ভেঙে পড়ায় প্রাণ হারিয়েছিলেন ২২ জন। তবে এবারের দুর্ঘটনার প্রভাব একটু সুদূরপ্রসারিত হতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালের ছবির মতো সুন্দর বিমানবন্দরগুলির কোনওটা হিমালয়ের পাদদেশে, কোনওটা অনেক উঁচুতে, আবার কোথাও রানওয়ে খুবই ছোট। তাছাড়া পাহাড়ি এলাকা এবং পরিবর্তনশীল আবহাওয়ার জেরে নেপালে বিমান চালানো খুবই কঠিন। রাষ্ট্রসংঘের অনুমোদিত আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহণ সংস্থা নেপালের বিমান চলাচলের পরিকাছামোর উন্নয়নের জন্য বিগত দিনে কাজ করার চেষ্টা করেছিল। তবে তারাও বলে, 'নেপাল যতটা সুন্দর, বিমান চলাচলের জন্য ততটাই বিপজ্জনক এই দেশ।' (আরও পড়ুন: ছয় দশকে এই প্রথমবার জনসংখ্যা কমল চিনে, মিলল কিসের ইঙ্গিত?)