আদানিরা অধিগ্রহণ করার পর নব কলেবরে সেজে উঠতে চাইছে New Delhi Television Ltd (NDTV)। ধাপে ধাপে আদানিরা বিভিন্ন ভারতীয় ভাষায় নয়টি সংবাদ চ্যালেন শুরু করতে চায় বলে এদিন সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। অতীতে এনডিটিভি অর্থের অভাবে দীর্ঘ দিন ধরে ধুঁকছিল। আদানিরা দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু প্রথিতযশা সাংবাদিক সংস্থা ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু সংস্থা যে মিডিয়ায় অনেক বড় আকারে এনডিটিভি ব্র্যান্ডটিকে নিয়ে আসতে চায় সেই নিয়ে কোনও সন্দেহ নেই। এনডিটিভি লিখিত বিবৃতিতে জানিয়েছে যে বোর্ড মিটিংয়ে এটা ঠিক হয়েছে যে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের থেকে অনুমতি নেওয়া হবে বিভিন্ন ভাষায় নয়টি চ্যানেল চালু করার বিষয়। এই সংক্রান্ত প্রয়োজনীয় ছাড়পত্র পেলেই লঞ্চ ডেট জানিয়ে দেওয়া হবে স্টক মার্কেটে বলে সংস্থা জানিয়েছে। সবমিলিয়ে বেশ আঁটঘাট বেঁধেই নামতে চায় সংস্থা, তা বলাই বাহুল্য। ভারতে বেশ কিছু বৃহৎ মিডিয়া সংস্থার একাধিক ভাষায় টিভি চ্যানেল আছে। সেই দিকেই এবার পা বাড়াতে চলেছিল এনডিটিভি। গত ডিসেম্বরে আনুষ্ঠানিক ভাবে পুরো সংস্থার রাশ চলে যায় আদানিদের হাতে। সংখ্যালঘু স্টেকহোল্ডারদের যে টাকায় শেয়ার দেওয়া হয়েছে তার প্রায় ১৭ শতাংশ বেশি দিয়ে প্রণয় রায় ও রাধিকা রায়ের শেয়ার কিনে নেয় আদানিরা। সংস্থা জানিয়েছে যে দীর্ঘমেয়াদি বৃদ্ধি ও সবজায়গায় নিজেদের অস্তিত্ব জাহির করার জন্য কনটেন্ট, মার্কেটিং ও ডিস্ট্রিবিউশনে জোর দেওয়া হচ্ছে। তারই প্রথম ধাপ হিসেবে এনডিটিভি নয়টি চ্যানেল আনতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সামনের বছর লোকসভা নির্বাচন। তার আগে এই চ্যানেলগুলি বাজারে আসতে পারে কিনা, এখন সেটাই দেখার।