কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে ভূস্বর্গ রক্তাক্ত হতেই নিজের সৌদি আরবের ২ দিনের সফর কাটছাঁট করে দেশে ফিরে আসেন নরেন্দ্র মোদী। বুধবার সকালেই তাঁর বিমান নামে দিল্লিতে। জানা যায়, দিল্লি বিমানবন্দরে আপৎকালীন বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর বিদেশমন্ত্রী এস জয়শংকরকে নিয়ে বৈঠকে বসেন মোদী। এদিকে, সৌদি থেকে ফেরার সময় ঘটে আরও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
তথ্য বলছে, সৌদি আরবে যাওয়ার সময় পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে মোদীর বিমান। তবে সৌদি থেকে ফেরার সময় পাকিস্তানের আকাশ সীমা আর ব্যবহার করেনি নরেন্দ্র মোদীর বিমান। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে সৌদি আরবের উদ্দেশে রাষ্ট্রীয় সফরে রওনা হন মোদী। এদিকে, সেখানে পৌঁছতেই ভারতীয় সময় দুপুর নাগাদ কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ঘটে যায়। ২৬ জনের মৃত্যু হয় পহেলগাঁওয়ের জঙ্গি হামলায়। শোক প্রকাশ করেন মোদী। অমিত শাহকে নির্দেশ দেন তিনি যেন শ্রীনগর পৌঁছন। রাতেই শ্রীনগরে পৌঁছে যান শাহ। বুধের সকালে তিনি চলে যান পহেলগাঁওয়ের ‘গ্রাউন্ড জিরো’তে। এদিকে, বুধবার ভোর কাটতেই দিল্লিতে অবতরণ হয় মোদীর বিমানের। সফর কাটছাঁট করে সৌদি থেকে ফিরে আসেন মোদী। প্রসঙ্গত, সৌদি পৌঁছনর পরই কাশ্মীরে জঙ্গি হানার খবর পান মোদী। এরপর সৌদি থেকে ফেরার সময় পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করলনা মোদীর বিমান। এটি কোনও ইঙ্গিত? প্রশ্ন থেকেই যাচ্ছে।
এদিকে, কাশ্মীরে নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হানার ঘটনায় ইসলামাবাদের তরফে সরকারিভাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে সেদেশের পাক প্রতিরক্ষামন্ত্রী খওজা আসিফ দাবি করেন, কাশ্মীরে এই হামলার নেপথ্যে পাকিস্তান নেই। তাঁর পাল্টা দাবি, 'এগুলো নিজ দেশে (ভারতে) তৈরি, মানুষ তাঁদের অধিকারের জন্য দাবি করছে।’
মোদীর বিমান ঘিরে কী দেখা গেল?
এদিকে, মোদীর সফর ঘিরে তাঁর বিমানের রুটের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, মঙ্গলবার তাঁর বিমান এয়ারফর্স বেয়েইং ৭৭৭-৩০০ সৌদির রিয়াধের দিকে গিয়েছে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে। তবে ফেরার সময় বিমানের রুট দেখা যাচ্ছে আরব সাগরের ওপর। আর সেই দিক দিয়ে বিমান ঢুকছে গুজরাটের দিকে। তারপর সেই বিমান গুজরাটের আকাশ সীমার ওপর দিয়ে গিয়ে দিল্লি পৌঁছয়। ফলে সাগরের ওপরের আকাশ সীমার রাস্তা নিলেও মোদীকে সফর করা বিমান ছোঁয়নি পাকিস্তানের আকাশসীমা।