ছোট ভাই নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হওয়ার পর খানিকটা আবেগঘন হয়ে পড়েন সোমভাই মোদী। উল্লেখ্য, গুজরাটের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ চলছে। আর ভোট দিতে নিজের এলাকায় পৌঁছেছেন নরেন্দ্র মোদী। ভাইয়ের এত ব্যস্ততা ও কাজের চাপ দেখে, সোমভাই তাঁর ভাই নরেন্দ্রকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, আমেদাবাদে এদিন ভোট দান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট দিতে গুজরাটে পৌঁছে বড় ভাই সোমভাই মোদী ও মা হীরাবেনের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে গুরুজনদের আশীর্বাদ নেন নরেন্দ্র মোদী। ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পর নরেন্দ্র মোদীকে দেখে দাদা সোমভাই কী বলেছেন, তা জানতে চান সাংবাদিকরা। উত্তরে সোমভাই বলেন, ‘বলেছি, অনেক কঠোর পরিশ্রম করছ, একটু রেস্ট নাও, একটু আরামও করো। পরিশ্রম যে করে তা দেখা তো যায়।’ সোমভাই আশাবাদী যে গুজরাটে ফের একবার বিজেপির সরকার আসতে চলেছে। তিনি বলছেন,' ভোটারদের একটাই বার্তা যে দেখে শুনে নিজের ভোট নিজে দিন। দেশের উন্নতির জন্য উপযুক্ত পার্টি ও নেতাদের বেছে নেওয়া উচিত। ২০১৪ সালের পর দেশে যে বিকাশ হয়েছে তা থেকে মানুষ চোখ ফেরাতে পারবেন না। এই নিরিখেই ভোট হচ্ছে।'