দেশ জুড়ে আজ পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। ২০২৫ সালের বুদ্ধ পূর্ণিমায় শুভেচ্ছা জানানোর রীতিও রয়েছে। এই বুদ্ধি পূর্ণিমা উপলক্ষ্যে আজ শুভেচ্ছা বার্তা এল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে। সদ্য পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে (সিজ ফায়ার) সম্মত হয়েছে ভারত। তারপর বুদ্ধ পূর্ণিমার তিথিতে আজ দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের বার্তায় কী লিখলেন? দেখা যাক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে বিদেশমন্ত্রী জয়শংকরের পোস্টে লেখা বার্তাও।
আজ ১২ মে ২০২৫ সালে রয়েছে ভারত, পাকিস্তান সংঘর্ষ বিরতির পর প্রথম সেনাস্তরীয় ডিজিএমও মিট। সোমবার ১২ টায় সেই হাইভোল্টেজ বৈঠক হচ্ছে। আর ঠিক তার আগে, ১২ মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রীর তরফে এল বার্তা। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘বুদ্ধ পূর্ণিমার সকল দেশবাসীকে শুভেচ্ছা। সত্য, সাম্য এবং সম্প্রীতির নীতির উপর ভিত্তি করে ভগবান বুদ্ধের বাণী মানবতার পথপ্রদর্শক হয়ে উঠেছে। ত্যাগ ও তপস্যায় নিবেদিত তাঁর জীবন সর্বদা বিশ্ব সম্প্রদায়কে করুণা ও শান্তির দিকে অনুপ্রাণিত করবে।’ প্রধানমন্ত্রী ছাড়াও এদিন সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা বার্তা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ তাঁর পোস্টে লেখেন,'সকলকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। জ্ঞান, করুণা এবং অহিংসার পথ অনুসরণ করে মানব সমাজকে সাম্য ও ঐক্যের বার্তা প্রদানকারী ভগবান বুদ্ধের জীবন হল চিন্তা, কথা এবং কর্মের সংযোগস্থল। আমি ভগবান বুদ্ধের কাছে সকলের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করি।'
( শুধু দেশের নিরাপত্তাতেই কতগুলি স্যাটেলাইট কাজ করছে? ভারত-পাক সংঘাতের মাঝে মুখ খুললেন ইসরো চিফ)
দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এদিন বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে জানিয়েছেন শুভেচ্ছা বার্তা। রাষ্ট্রপতি লেখেন,' বুদ্ধ পূর্ণিমার শুভ উপলক্ষে, আমি সমস্ত দেশবাসী এবং বিশ্বজুড়ে ভগবান বুদ্ধের অনুসারীদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।' দেশের রাষ্ট্রপতি ছাড়াও এদিন দেশের একাধিক নেতামন্ত্রীরা বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বিদেশমন্ত্রী ড. এস জয়শংকরও এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে দিয়েছেন এক বিশেষ বার্তা। ড. জয়শংকরের এক্স হ্যান্ডলের পোস্টে লেখা রয়েছে,' বুদ্ধপূর্ণিমার শুভ তিথিতে শুভেচ্ছা। ভগবান বুদ্ধের শিক্ষা আমাদের একটি ন্যায়সঙ্গত, করুণাময় এবং ঐক্যবদ্ধ বিশ্বের দিকে এগিয়ে যাওয়ার জন্য পথপ্রদর্শক করে তুলুক।'