
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
নগ্ন হয়ে চিৎকার। বিমানবন্দরের কর্মীদের উপর পেনসিল দিয়ে হামলা। কাউকে আবার কামড়েও দিলেন। এক মহিলার এহেন কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস ফোর্থ ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে।আর সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন-Trump: বিদেশি গাড়িতে ২৫% শুল্ক আরোপ ট্রাম্পের! কেন এত বড় সিদ্ধান্ত?
ঘটনাটি ঘটেছে ১৪ মার্চ। ‘টিএমজেড’-এর প্রতিবেদন অনুযায়ী, সকালে ডালাস ফোর্থ ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকে হঠাৎ করেই পোশাক খুলে ফেলেন সামান্থা পালমা নামে ওই তরুণী। তাঁকে দেখে হতভম্ব হয়ে যান অন্য যাত্রীরা। কিন্তু সে দিকে ভ্রুক্ষেপ না করে চিৎকার শুরু করেন সামান্থা। নিজেকে প্রেম এবং সৌন্দর্যের দেবী ভেনাস বলে পরিচয় দিতে থাকেন। তবে শুধু সেখানেই থেমে থাকেননি তিনি।এরপর বিমানবন্দরে থাকা একটি টেলিভিশন ভেঙে দেন সামান্থা। অন্য যাত্রীদের গায়ে জল ছুড়তে থাকেন বোতল থেকে। যাঁরা তাঁর সেই অদ্ভুত কাণ্ডকারখানা ক্যামেরাবন্দি করছিলেন, তাঁদের দেখিয়ে অদ্ভুত ভাবে নাচতেও থাকেন। এরপর বিমানবন্দরের কর্মীরা সামান্থাকে আটকাতে গেলে তিনি দু’জনের উপর চড়াও হন বলে অভিযোগ। আরও অভিযোগ, দু’জন কর্মীর গায়ে পেনসিল গেঁথে দেন সামান্থা। বিমানবন্দরের একটি রেস্তরাঁর ম্যানেজারকে কামড়েও দেন।
আরও পড়ুন-Trump: বিদেশি গাড়িতে ২৫% শুল্ক আরোপ ট্রাম্পের! কেন এত বড় সিদ্ধান্ত?
এরপর সামান্থাকে ধরতে গেলে তিনি পালিয়ে যান। টার্মিনাল ডি-এর গেট ডি-১-এ একটি আপৎকালীন দরজার আড়ালে লুকিয়ে পড়েন তিনি। পরে সেখান থেকেই তাঁকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় সামান্থা জানিয়েছেন যে, তিনি সে দিন তাঁর ওষুধ খেতে ভুলে গিয়েছিলেন এবং সে কারণেই তিনি ও রকম আচরণ করেছিলেন। তিনি তাঁর ৮ বছর বয়সি মেয়ের সঙ্গে ভ্রমণ করছিলেন বলেও পুলিশকে জানিয়েছেন। যদিও তিনি কিসের ওষুধ খেতেন, তা পুলিশ নির্দিষ্ট ভাবে জানায়নি। প্রতিবেদন অনুযায়ী, সামান্থার বিরুদ্ধে বিমানবন্দর কর্মীদের উপর আক্রমণের অভিযোগ আনা হয়েছে। মানসিক স্বাস্থ্যের পরীক্ষাও হয়েছে তাঁর।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports