সারা দেশে প্রতিদিন অনেক ঘটনা ঘটে। তারইমধ্যে কিছু ভালো, কিছু খারাপ। কিছু হাড়হিম করার মতো কিছু ঘটনা গা ঘিন-ঘিন করা। সম্প্রতি উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে এমন একটি ঘটনার কথা জানা গিয়েছে যা শুনলে রাগও হবে আবার গা ঘিনঘিন করে উঠবে। দুধের মধ্যে থুথু ফেলার একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ পাপ্পু ওরফে মহম্মদ শরিফ নামে এক দুধ বিক্রেতা আগে দুধের মধ্যে থুথু ফেলত, তারপর তা বিলি করত সবার মধ্যে। আর তাঁর এই কর্মকাণ্ড একটি বাড়িতে লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে। এই ঘটনার সামনে আসার পর মানুষের মনের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, ইতিমধ্যে উত্তরপ্রদেশের লখনউয়ের গোমতী নগর এলাকার দুধ বিক্রেতা মহম্মদ শরিফকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুধ সরবরাহের আগে পাত্রে থুথু ফেলার অভিযোগ রয়েছে। তার এই কাজটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং ভিডিয়োয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সূত্রের খবর, পাপ্পু নামে এক ব্যক্তি নিজের নাম পরিবর্তন করে এবং পরিচয় গোপন করে দুধবিক্রেতা হিসেবে কাজ করছিলেন। তার উপর দুধের মধ্যে থুতু ফেলে তারপর সেই দুধ তিনি বিক্রি করতেন।
আরও পড়ুন-আমি মন্ত্রী নই, আমি কী করব! বন্যা বিধ্বস্ত মান্ডিতে গিয়ে সাফাই সাংসদ কঙ্গনার
এদিকে, এই খবর প্রকাশ্যে আসতেই হিন্দু মহাসভার মুখপাত্র শিশির চতুর্বেদী এই পুরো বিষয়টি নিয়ে গোমতিনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। একটি অভিযোগও দায়ের করা হয়েছে। সিসিটিভি ক্যামেরায় অভিযুক্ত ব্যক্তিকে দুধে থুতু ফেলতে দেখা গিয়েছে। এরপরই পুলিশ অভিযুক্তকে আটক করে বিষয়টি তদন্ত শুরু করে। কর্মকর্তারা বলছেন, ভিডিয়োর সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, যারা ওই দুধ বিক্রেতার থেকে দুধ নিতেন, সিসিটিভি ফুটেজ দেখার পর তাঁরা রীতিমতো আতঙ্কিত। নিজের নাম মহম্মদ হলেও সে সবাইকে নিজের নাম পাপ্পু বলেছিল।
আরও পড়ুন-আমি মন্ত্রী নই, আমি কী করব! বন্যা বিধ্বস্ত মান্ডিতে গিয়ে সাফাই সাংসদ কঙ্গনার
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুধের বালতি নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে মহম্মদ।এরপর দুধ দেওয়ার আগে বালতির ঢাকনা খুলে তাতে থুতু ফেলল সে। তারপর আবার ঢাকনা দিয়ে বাক্সটি বন্ধ করে দিল। সেই দুধই দেওয়া হল সংশ্লিষ্ট গ্রাহককে। এই পুরো বিষয়টি সম্পর্কে অখিল ভারত হিন্দু মহাসভার মুখপাত্র শিশির চতুর্বেদী বলেন যে আমাদের কাছে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। হিন্দু মহাসভা এটিকে জেহাদ বলে অভিহিত করেছে। কী কারণে এমন নোংরা কাজ করত মহম্মদ তা খতিয়ে দেখছে পুলিশ।