নদীর পাড়ে ব্রিজের ধারে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন একঝাঁক মানুষ। আচমকাই সেই ব্রিজে এসে ধাক্কা মারল এক বিরাট জাহাজ। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জাহাজের পালের একাংশ।এই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। প্রোমোশনাল ট্যুরে এসে দুর্ঘটনার কবলে পড়ে মেক্সিকান নৌবাহিনীর একটি জাহাজ।যার হেরে গুরুতর আহত হয়েছে কমপক্ষে ২২ জন। আর সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। (আরও পড়ুন: পাত্তা না পেয়ে মুখ ফোলালেন ইউনুস, আমন্ত্রণ করেও তাঁকে 'অপমান' ফ্রান্সের!)
আরও পড়ুন: লস্কর যোগ ভারত বিরোধী জিহাদিকে নিয়োগ হোয়াইট হাউজের প্যানেলে! ট্রাম্প কী চাইছে?
জানা গিয়েছে, মেক্সিকান ওই জাহাজে ২০০ জনেরও বেশি যাত্রী ছিলেন।শনিবার রাত ৯টা নাগাদ নিউ ইয়র্কের ইস্ট নদী দিয়ে যাচ্ছিল মেক্সিকোর ওই জাহাজটি। সে সময় আচমকা ইস্ট নদীর উপরে থাকা ব্রুকলিন ব্রিজে ধাক্কা খায় জাহাজের সুসজ্জিত পাল। আর এই ধাক্কার জেরে পালের একাংশ ভেঙে পড়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে তাঁদের উদ্ধার করে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। যদিও কোনও যাত্রী নদীতে পড়ে যাননি বলেই খবর।নিউ ইয়র্কের মেয়র বলেছেন, ব্রুকলিন ব্রিজের কোনও ক্ষতি হয়নি। তবে মেক্সিকান নৌবাহিনী নিশ্চিত করেছে যে, জাহাজটির ক্ষতি হয়েছে এবং তারা ঘটনাটি তদন্ত করছে। (আরও পড়ুন: শুরু অপারেশন সিঁদুরের কূটনৈতিক পর্ব! কোন কোন দেশে যাবেন শশী-শমীক-পাঠান-ওয়াইসি)
আরও পড়ুন: মাথায় কী আছে? ভারতকে নকল করা ছাড়া যেন কিছুই পারে না পাকিস্তান
বিবৃতিতে মেক্সিকান নৌবাহিনী জানিয়েছে, 'নিউইয়র্কে কুয়াউহতেমোক জাহাজ ফিরে যাওয়ার সময় ব্রুকলিন ব্রিজের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে, যার জেরে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাময়িকভাবে প্রশিক্ষণ ক্রুজের অগ্রগতি থামিয়ে দেয়।' বিবৃতিতে আরও বলা হয়েছে, 'নৌবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ কর্মীদের ও ক্ষয়ক্ষতির অবস্থা পর্যালোচনা এবং সহায়তা করছে।' মেক্সিকোর বিদেশমন্ত্রক জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত এবং নিউইয়র্ক কনস্যুলেট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ‘আহত ক্যাডেটদের’ সহায়তা করছেন। (আরও পড়ুন: ১০১-এ সফল হল না ইসরো, নির্বিঘ্ন উৎক্ষেপণের পরও সম্পন্ন করা গেল না মিশন)
আরও পড়ুন: লজ্জার নাক কেটে 'অবৈধ ভারতীয়দের' নিয়ে বড় দাবি বাংলাদেশি স্বরাষ্ট্র উপদেষ্টার
অন্যদিকে নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, তারা ব্রুকলিন ব্রিজের ঘটনার উদ্ধার কাজ করছে। বিস্তারিত তথ্য এখনও নিশ্চিতভাবে পাওয়া যায়নি। এদিকে, ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, ওই জাহাজের সামনে লাগানো বিশাল মেক্সিকান পতাকা। জাহাজটির সামনের অংশ ব্রিজ পেরিয়ে চলে এলেও পিছনের অংশে থাকা পাল ধাক্কা খায়। এর জেরে ভেঙে যায় পালের একাংশ। সে সময় ইস্ট নদীর ধারে ঘুরতে গিয়েছিলেন প্রচুর স্থানীয় মানুষজন। তাঁরাও এই দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়েন। অনেকেই সেই ঘটনার ভিডিও করতে শুরু করেন। (আরও পড়ুন: ইউনুসকে কাজে জবাব, 'গার্ডিয়ান' বাংলাদেশকেই এবার চতুর্দিক দিয়ে ঘিরে ফেলছে ভারত)
সূত্রের খবর, ব্রুকলিন ব্রিজে ধাক্কা মারা জাহাজটি মেক্সিকো নেভির অ্যাকাডেমির ট্রেনিং ভেসেল। ১৯৮২ সালে স্পেনে তৈরি করা হয়েছিল এই জাহাজটি। তারপর থেকেই মেক্সিকো নেভি তা প্রশিক্ষণের কাজে ব্যবহার করে। মেক্সিকোর ন্যাভাল মিলিটারি স্কুলের ক্যাটেডদের ট্রেনিংয়ের উদ্দেশ্যেই গত এক মাসের বেশি সময় ধরে সফর করছে এই জাহাজ। ৬ এপ্রিল মেক্সিকোর অ্যাকাপুলকো পোর্ট থেকে ২৭৭ জনকে নিয়ে যাত্রা শুরু করে কোয়াটেমক নামের ওই জাহাজ। তারপর ১৫ দেশের ২২ বন্দরে তা ঘুরেছে। জামাইকা, হাভানা, কিউবা, কোজুমেল, মেক্সিকোর মতো দেশ ঘুরে নিউ ইয়র্কে এসেছিল জাহাজটি।কিন্তু ব্রুকলিন ব্রিজে ঘটল বিপত্তি। আইসল্যান্ড, সেন্ট মালো, ফ্রান্স, স্কটল্যান্ড-সহ বিভিন্ন দেশ মিলিয়ে মোট ৮৪টি বন্দরে যাওয়ার কথা ছিল।