একাধিক নদীর জল ফুঁসে উঠতেই বন্যায় বিপর্যস্ত গুজরাট। গুজরাটের নানান এলাকায় বাড়ছে জল। জলস্তর বেড়ে যেতেই সেখানে শুরু হয়েছে কুমিরের উপদ্রব। বহু নদী থেকে কুমির এসে ঢুকে পড়ছে লোকালয়ে। এরই মধ্যে গুজরাটের যে সমস্ত নদী ফুঁসে উঠেছে বন্যায়, তারমধ্যে রয়েছে বিশ্বামিত্রী নদী। এই নদীতে প্রায় ৪০০র বেশি কুমিরের বাস। আর সেই নদী থেকেই একটি ছোট্ট কুুমির সদ্য ভদোদরায় ধরা পড়ে। তাকে উদ্ধার করেই দুই যুবক স্কুটিতে নিয়ে যায় বনদফতরের অফিস। সেই দৃশ্যের ভিডিয়োয়ও হয়েছে ক্যামেরান্দি।
জানা যাচ্ছে, যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে বিশ্বামিত্রী নদী থেকে আসা কুমিরটিকে দেখা যাচ্ছে। এর আগে, ওই কুমির বিশ্বামিত্রী নদীর জলে ভেসে উঠে আসে। তাকে উদ্ধার করেই, দুই যুবক স্কুটিতে নিয়ে বনদফতরের হাতে তুলে দিতে গিয়েছিলেন বলে জানা যায়। সেই দৃশ্য ভিডিয়োয় উঠে আসে। দেখা যাচ্ছে, যাঁরা এই ভিডিয়োতে রয়েছেন, তাঁদের পোশাকের পিছনে লেখা রয়েছে ‘আইএমএ’। যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেখানে লেখা রয়েছে, ‘এমনকি কুমিরও দু-চাকার গাড়িতে চড়ার রোমাঞ্চ মনে রাখবে। আসলে, দুই যুবক বিশ্বামিত্রী নদী থেকে একটি কুমিরকে বন বিভাগের অফিসে নিয়ে যাচ্ছে ।’
( Kaushiki Amavasya 2024 Tithi: কৌশিকী অমাবস্যা ২০২৪ কখন থেকে পড়ছে? রইল তিথি, তারিখ, মাহাত্ম্য)
গুজরাটের আজওয়া বাঁধ খোলার পরই বহু বসতি এলাকা ভেসে গিয়েছে। এদিকে, ৪৪০ টি কুমিরের আবাসস্থল বিশ্বামিত্রী নদী ভেসে যাওয়ায় সেখান থেকে কুমির ঢুকছে বহু বসতি এলাকায়। এরই মাঝে কুমির উদ্ধার করে তা বনদফতরের কাছে তুলে দেওয়ারও উদ্যোগ দেখা গিয়েছে গুজরাটে। বহু এমন ঘটনার দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। এদিকে, সদ্য় যে ভিডিয়ো দেখা গিয়েছে, তাতে নানান প্রশ্ন উঠছে। অনেকেই মজা করে প্রশ্ন তুলছেন, কুমিরের মাথায় কেন নেই হেলমেট? বহু নেটিজেন দুই যুবকের সাহসের প্রশংসা করে লিখেছেন,' তারা এটিকে খুব স্বাভাবিকভাবে পরিচালনা করছে, মনে হচ্ছে এটি যেন তাঁদের পোষা প্রাণী। আমি এই সাহসী হতে চাই।'