প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মেমোরিয়াল তৈরিকে কেন্দ্র করে সম্প্রতি তুমুল বিতর্ক দানা বেঁধেছিল। কংগ্রেস এনিয়ে সম্প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল। তবে এবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের মেমোরিয়ালের জন্য় জায়গা নির্দিষ্ট করেছে কেন্দ্রীয় সরকার। এমনটাই দাবি কংগ্রেসের। আর এনিয়ে এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নোংরা রাজনীতি করার অভিযোগ করলেন কংগ্রেস এমপি দানিশ আলি।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে দানিশ জানিয়েছেন, প্রাক্তন প্রেসিডেন্টকে এই সম্মান জানানোর জন্য ওদের এত উৎসাহ কারণ হল তাঁর( প্রণব মুখোপাধ্য়ায়ের) আরএসএসের প্রতি ভালোবাসা।
কংগ্রেস এমপি জানিয়েছেন, মোদী সরকার মৃত্য়ু নিয়েও নোংরা রাজনীতিতে নেমেছে। রাজঘাটে মনমোহন সিংয়ের জন্য মেমোরিয়াল তৈরির দাবি ওরা মানতে চায়নি। অথচ ওই একই জায়গায় ওরা প্রণব মুখোপাধ্য়ায়ের মেমোরিয়ালের জন্য় জায়গা পেয়ে গেল। এটা একটি নীচু ধরনের রাজনীতি। যে প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছিলেন তাঁর প্রতি এটা একটা অপমান।
সেই সঙ্গেই তিনি লিখেছেন, সঙ্ঘ পরিবারের প্রতি ভালোবাসা ছিল প্রণব মুখোপাধ্য়ায়ের। আর এটাই হল তার প্রতিদান। নাগপুর হেডকোয়ার্টারে প্রণব মুখোপাধ্য়ায় তাঁর মাথা নত করেছিলেন আরএসএসের কাছে। সংসদ ভবনে সাভারকরের ছবি প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রণব মুখোপাধ্য়ায়ের একটা বড় ভূমিকা ছিল। লিখেছেন তিনি।