প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মেমোরিয়াল তৈরিকে কেন্দ্র করে সম্প্রতি তুমুল বিতর্ক দানা বেঁধেছিল। কংগ্রেস এনিয়ে সম্প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল। তবে এবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের মেমোরিয়ালের জন্য় জায়গা নির্দিষ্ট করেছে কেন্দ্রীয় সরকার। এমনটাই দাবি কংগ্রেসের। আর এনিয়ে এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নোংরা রাজনীতি করার অভিযোগ করলেন কংগ্রেস এমপি দানিশ আলি।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে দানিশ জানিয়েছেন, প্রাক্তন প্রেসিডেন্টকে এই সম্মান জানানোর জন্য ওদের এত উৎসাহ কারণ হল তাঁর( প্রণব মুখোপাধ্য়ায়ের) আরএসএসের প্রতি ভালোবাসা।
কংগ্রেস এমপি জানিয়েছেন, মোদী সরকার মৃত্য়ু নিয়েও নোংরা রাজনীতিতে নেমেছে। রাজঘাটে মনমোহন সিংয়ের জন্য মেমোরিয়াল তৈরির দাবি ওরা মানতে চায়নি। অথচ ওই একই জায়গায় ওরা প্রণব মুখোপাধ্য়ায়ের মেমোরিয়ালের জন্য় জায়গা পেয়ে গেল। এটা একটি নীচু ধরনের রাজনীতি। যে প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছিলেন তাঁর প্রতি এটা একটা অপমান।
সেই সঙ্গেই তিনি লিখেছেন, সঙ্ঘ পরিবারের প্রতি ভালোবাসা ছিল প্রণব মুখোপাধ্য়ায়ের। আর এটাই হল তার প্রতিদান। নাগপুর হেডকোয়ার্টারে প্রণব মুখোপাধ্য়ায় তাঁর মাথা নত করেছিলেন আরএসএসের কাছে। সংসদ ভবনে সাভারকরের ছবি প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রণব মুখোপাধ্য়ায়ের একটা বড় ভূমিকা ছিল। লিখেছেন তিনি।
এসবের মধ্য়েই বিজেপিও কংগ্রেসের বিরুদ্ধে পালটা অভিযোগ তুলেছে যে তারা নিজেদের দলের নেতাকেও অসম্মান করছেন। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শরদ পাওয়ার, মুলায়ম সিং যাদব, তরুণ গগৈয়ের মতো নেতাদের রাজনীতি নির্বিশেষে সম্মান জানিয়েছেন।
বিজেপি নেতা জানিয়েছেন, প্রণব মুখোপাধ্য়ায় ছিলেন ভারতের রাষ্ট্রপতি। নরেন্দ্র মোদীর সরকার তাঁকে ভারতরত্ন দিয়েছিলেন। বর্তমানে তাঁকে সম্মান জানানো হয়েছে। আর কংগ্রেস তাঁদের দলের নেতাকেও অসম্মান করেছে।
বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা জানিয়েছেন, শর্মিষ্ঠা মুখার্জিও জানিয়েছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটি স্মরণসভারও আয়োজন করেনি। প্রণব মুখোপাধ্য়ায় ও ডঃ মনমেোহন সিং উভয়কেই অসম্মান করেছে কংগ্রেস। জাতীয় শোকের দিনগুলোতেও দেশ ছেড়ে চলে গেলেন রাহুল। এটাতেই বোঝা যায় তারা কতটা সম্মান দেখায়।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, অস্থি বিসর্জনের সময়তেও দেখা গিয়েছিল তিনি অংশ নেননি। নরসিমহা রাওয়ের জন্য কোনও মেমোরিয়াল ছিল না। তাঁকে ভারত রত্নও দেওয়া হয়নি। এমনকী তাঁর দেহ কংগ্রেসের অফিসেও নিয়ে যাওয়া হয়নি। কংগ্রেস পরিবার একটা পরিবার ছাড়া আর কাউকে শ্রদ্ধা জানায় না।