সামনেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ভোটে টানটান উত্তেজনায় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এরই মাঝে বাইডেন-হ্যারিস প্রশাসনের বিরুদ্ধে কার্যত বিস্ফোরক অভিযোগ তুললেন 'মেটা'র সিইও মার্ক জাকারবার্গ। জাকারবার্গ হাউস জুডিশিয়ারি কমিটির কাছে চিঠি পাঠিয়েছেন। আর সেই চিঠিতেই এই অভিযোগ করেন জাকারবার্গ।
জাকারবার্গ জানিয়েছেন, কোভিড সংক্রান্ত পোস্ট যাতে প্রকাশ্যে আনা না হয়, তার জন্য তাঁকে বারবার চাপ দেওয়া হয়েছে। জাকারবার্গ বলছেন, তিনি সেই ঘটনার জন্য দুঃখিত। তিনি দাবি করেন, যে প্ল্যাটফর্মটিতে এমন কিছু পরিবর্তন করা হয়েছিল, যা আর করা হবেনা আজ। জাকারবার্গ বলেন,' ২০২১ সালে, হোয়াইট হাউস সহ বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক মাস ধরে আমাদের টিমকে কৌতুক এবং ব্যঙ্গ সহ নির্দিষ্ট কোভিড-১৯ বিষয়বস্তু সেন্সর করার জন্য বারবার চাপ দিয়েছিলেন এবং আমরা রাজি না হলে আমাদের টিমগুলির প্রতি অনেক হতাশা প্রকাশ করেছিলেন।' এরপর তাঁকে বলেন,' শেষ পর্যন্ত, বিষয়বস্তু নামিয়ে নেওয়া বা না নেওয়া আমাদের সিদ্ধান্ত ছিল এবং কোভিড ১৯ সম্পর্কিত পোস্ট সহ আমরা আমাদের সিদ্ধান্তের দায়িত্ব নিচ্ছি, আমরা আমাদের প্রয়োগে পরিবর্তন আনি চাপের মুখে।'
( নবান্ন অভিযান: সাঁতরাগাছিতে ভাঙা হল ব্যারিকেড ! তুমুল উত্তেজনা)