Updated: 27 Aug 2024, 02:28 PM IST
Sritama Mitra
ছাত্র সমাজের ডাকে এদিন 'নবান্ন অভিযান' এর আহ্বান করা হয়। সেই নবান্ন অভিযান ঘিরে এদিন কার্যত সাঁতরাগাছিতে রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি। প্রথমেই ব্যারিকেড ভাঙার দৃশ্য দেখা যায়। পাল্টা পদক্ষেপ করে পুলিশ। জল কামান ছোড়া হয় হাওড়া ব্রিজের কাছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পদক্ষেপ করে পুলিশ।