নতুন ফ্রিজের নিচে কড়কড়ে ৯৬ লক্ষ টাকার নোট। পুরোটাই পুলিশের হাতে তুলে দিলেন এক ব্যক্তি। সততার এমনই নিদর্শন দিলেন এক ব্যক্তি।ঘটনাটি দক্ষিণ কোরিয়ার। ব্যবসার প্রয়োজনে ফ্রিজার কিনেছিলেন এক ব্যক্তি। অনলাইনেই কিনেছিলেন তিনি। সময়মতো তাঁর কাছে ফ্রিজার এসেও পৌঁছায়। এর কয়েকদিন পরে ফ্রিজারটি মুছছিলেন তিনি। সেই সময়েই ফ্রিজারের নিচের অংশে হাত দেন তিনি।এমন সময়েই প্লাস্টিক অনুভব করেন। ব্যাপারটা কী দেখার জন্য নিচু হয়ে টর্চ মারতেই তাঁর চোখ কপালে ওঠে। দেখেন প্লাস্টিকে মোড়া রাশি রাশি টাকা। পুরোটাই টেপ দিয়ে আটকে রাখা। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৯৬ লক্ষ টাকা। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, 'প্রথমে খুব হকচকিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ ভেবেই বুঝলাম, পুলিশে খবর দেওয়াই সঠিক কাজ হবে। তাই স্থানীয় থানায় ফোন করলাম।' এরপর তাঁর বাড়ি থেকে এসে টাকাটা উদ্ধার করেন পুলিশকর্মীরা। থানার এক আধিকারিক জানান, তিনি তাঁর পুরো কর্মজীবনে এত টাকা একসঙ্গে কখনও উদ্ধার করেননি।তবে দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী টাকা হারিয়ে গেলে এবং তার কোনও দাবিদার না থাকলে সেটা যিনি পেয়েছেন তাঁর হয়ে যায়। তবে ২২% কর কাটা হয়। তবে কোনও টাকার সঙ্গে অপরাধের ইতিহাস জড়িয়ে থাকলে তা পুলিশ বাজেয়াপ্ত করে।