Maldives-India Row Latest Update: প্রথম দফায় সেনা সরানোর পর ফের বৈঠকে ভারত-মলদ্বীপ, কী বলছে MEA?
Updated: 18 Mar 2024, 02:34 PM ISTমলদ্বীপে মোতায়েন থাকা ভারতীয় সেনাদের একাংশকে প্রথম দফায় সরিয়ে আনা হয়েছে বলে কয়েকদিন আগেই জানিয়েছিল বিদেশ মন্ত্রক। সেই সেনাকর্মীদের বদলে 'টেকনিকাল পার্সোনেল' পাঠানো হয়েছে বলে জানানো হয়েছিল। এরই মধ্যে সম্প্রতি ফের ভারত ও মলদ্বীপ বৈঠকে বসেছে বলে জানা গিয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি