ভালবাসা কোনও বাধা মানে না। যুগে যুগে বারবার তা প্রমাণিত হয়েছে। এবার প্রেমের টানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্ধ্রপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামে চলে আসলেন এক তরুণী। প্রত্যন্ত গ্রামের চন্দনের সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় মার্কিন তরুণী জ্যাকলিন ফরেরো। জ্যাকলিন পেশায় একজন ফোটগ্রাফার। দু’জনের আলাপ শুরু হয়েছিল ‘হাই’ থেকে। চন্দনের সারল্য ও সহজ কথায় আকৃষ্ট হয়েছিলেন জ্যাকলিন। তারপর এক বছরের বেশি সময় ধরে কথোপকথনের পর বন্ধুত্ব থেকে সম্পর্ক পৌঁছয় প্রেমে। এবার তাঁরা পাকাপাকি ভাবে একসঙ্গে থাকতে বিয়ে করতে চাইছেন।
আরও পড়ুন-Bihar Blanket Row: ৪০ ডিগ্রি সেলসিয়াসে কম্বল বিতরণ! ভিডিয়ো ভাইরাল, সমালোচনার মুখে বিহারের ক্রীড়ামন্ত্রী
সোশ্যাল মিডিয়ায় জ্যাকলিন লিখেছেন, ‘গত ১৪ মাস ধরে একসঙ্গে আছি। এখন বড় নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত। একই সঙ্গে ৪৫ সেকেন্ডের একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন ওই মার্কিন তরুণী। দু'জনের একসঙ্গে থাকার স্পেশাল মুহূর্ত ভিডিও-র মাধ্যমে শেয়ার করেছেন তিনি। জ্যাকলিন জানান, তিনিই প্রথম চন্দনকে মেসেজ করেছিলেন। চন্দন অত্যন্ত ভাল মানুষ। ধর্মতত্ত্ব সম্পর্কেও তাঁর ভাল জ্ঞান রয়েছে। তিনি আরও বলেন, 'আট মাস অনলাইনে ডেটিং করার পর এবং আমার মায়ের অনুমতি পাওয়ার পর, সে এবং আমি জীবনের এক অন্য ভ্রমণের জন্য ভারতে উড়ে গিয়েছিলাম।' চন্দনের চেয়ে বয়সে নয় বছরের বড় জ্যাকলিন। বয়সের এই পার্থক্য নিয়েও তাকে কথা শুনতে হয়েছেন বলেও জানিয়েছেন ওই তরুণী। জ্যাকলিন জানান, 'আমাদের বিরুদ্ধে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু ঈশ্বর অলৌকিকভাবে দরজা খুলে দিচ্ছেন এবং প্রতিটি পদক্ষেপে আমাদের জন্য ব্যবস্থা করছেন। কারণ তিনি (যীশু) আমাদের এক করেছেন এবং তিনি আমাদের সঙ্গে আছেন।'
জ্যাকলিন এবং চন্দনের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। তাদের বায়োতে লেখা আছে, বিশ্বাসকে কেন্দ্র করে ভালবাসা খুঁজে পেতে একজন সংগ্রামী অন্ধ্রপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামের সঙ্গে দেখা করেন।বিয়ের পর তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে সংসার পাতবেন বলে ঠিক করেছেন। চন্দন ভিসার জন্য আবেদন করেছেন।
আরও পড়ুন-Bihar Blanket Row: ৪০ ডিগ্রি সেলসিয়াসে কম্বল বিতরণ! ভিডিয়ো ভাইরাল, সমালোচনার মুখে বিহারের ক্রীড়ামন্ত্রী
অন্যদিকে, জ্যাকলিন ও চন্দনের প্রেম কাহিনী ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই অনেক কমেন্ট করেছেন। বেশিরভাগ নেটিজেনই তাদের সমর্থন জানিয়েছেন। কেউ লিখেছেন, 'আমার স্বামীর সঙ্গে বয়সের পার্থক্য ১০.৭ বছর। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু ভালবাসা আর বিশ্বাসই যথেষ্ট।' আরেকজন আবার লিখেছেন, 'আমাদের গল্পটাও এমন। প্যারিসে প্রথম দেখা, তারপর বিয়ে-এখন ৯ বছর কেটে গেছে। আপনাদের জন্য শুভকামনা রইল।'আরেকজন লিখেছেন, 'তোমরা দুজনেই একসঙ্গে অসাধারণ দেখাচ্ছে।'