Lockdown 2.0: এগারো শিল্পে কাজ শুরুর ছাড়পত্র কেন্দ্রের, দেখে নিন তালিকা
1 মিনিটে পড়ুন Updated: 15 Apr 2020, 02:51 PM ISTআগামী ২০ এপ্রিল থেকে ১১টি শিল্পকে কাজ শুরুর ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।
আগামী ২০ এপ্রিল থেকে ১১টি শিল্পকে কাজ শুরুর ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।
লকডাউনের জেরে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে। এই অবস্থায় আগামী ২০ এপ্রিল থেকে কয়েকটি শিল্প ক্ষেত্রকে সচল রাখার অনুমতি দিয়েছে। দ্বিতীয় দফার লকডাউন নির্দেশিকা প্রকাশ করে বুধবার একথাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
আরও পড়ুন : COVID-19 Updates: বিশ্বের প্রধান অর্থনীতির মধ্যে ভারতের বৃদ্ধির হার দ্রুততম হবে, পূর্বাভাস IMF-এর
পনেরো পাতার নির্দেশিকায় জানানো হয়েছে, বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজি) ও কয়েকটি উৎপাদনকারী সংস্থাকে কাজ শুরুর অনুমতি দেওয়া হতে পারে। কোন কোন সংস্থাগুলিকে সেই অনুমতি দেওয়া হতে পারে, সেই তালিকা দেখে নিন -
১) গ্রামীণ এলাকায় যে কলকারখানা-শিল্প সংস্থা আছে। অর্থাৎ পুরনিগম বা পুরসভার বাইরে অবস্থিত হবে সেই কলকারখানা।
২) বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও রফতানিজাত দ্রব্য উৎপাদনকারী শিল্পগুলিকেও কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। সামাজিক দূরত্বের বিধি মেনে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ও টাউনশিপগুলিও সচল থাকতে পারবে।
৩) ফার্মাকিউটিক্যালস, মেডিক্যাল ডিভাইস ও সেগুলির কাঁচামাল-সহ অত্যাবশ্যকীয় পণ্যের কারখানা।
৪) গ্রামীণ এলাকায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। অর্থাৎ পুরনিগম বা পুরসভার বাইরে অবস্থিত হবে
৫) যে কারখানাগুলির সর্বদা কাজ চালু রাখতে হয় ও সেগুলির জোগান।