আজকে বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে অভিষেক ঘটল এলআইসি-র শেয়ারের। ভারতের সবচেয়ে বড় বিমা সংস্থার শেয়ার নিয়ে মানুষের আগ্রহ ছিল প্রথম থেকেই। তবে এআইসি-র আইপিও ইস্যুর পর থেকে গ্রে মার্কেটে শেয়ারের দাম পড়েছে কিছুটা হলেও। এই আবহে এলআইসি-র শেয়ারের নথিভুক্তের দিনে বিনিয়োগকারীদের নজর দামের গ্রাফের দিকে। তবে শেয়ারের অভিষেকেই বম্বে স্টক এক্সচেঞ্জে এলাইসির দাম পড়ল প্রায় ৮১ টাকা।
ঊর্ধ্বমুখী শেয়ার বাজার
এদিকে এদিন সেনসেক্স ১৩৪৪ পয়েন্ট বেড়েছে, নিফটি ৪১৭ পয়েন্ট বেড়েছে। ক্লোজিং বেলে সেনসেক্স ছিল ৫৪৩১৮.৪৭ এবং এদিন নিফটি ছিল ১৬২৫৯.৩০
প্রায় আট শতাংশ ছাড়ে নথিভুক্ত হল শেয়ার
LIC মঙ্গলবার NSE-তে শেয়ার প্রতি ৮.১১ শতাংশ ছাড়ে ৮৭২ টাকায় তালিকাভুক্ত করেছে। BSE-তে LIC-র প্রতি শেয়ার ৮৬৭.২ টাকায় তালিকাভুক্ত হয়েছে, যা ৯৪৯ টাকা প্রতি শেয়ারের ইস্যু মূল্যের তুলনায় ৮.৬২ শতাংশ কম।
কেন দুর্বল অভিষেক LIC-র
ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (ডিআইপিএএম) সেক্রেটারি তুহিন কান্ত পাণ্ডে মঙ্গলবার বলেছেন যে শেয়ার বাজারে এলআইসির দুর্বল আত্মপ্রকাশের মূলে রয়েছে অপ্রত্যাশিত বাজার পরিস্থিতি।