LIC IPO: কিছুটা উন্নতি হল। তবে এখনও 'গ্রে মার্কেটে প্রিমিয়ামে' দুর্বল থাকল জীবন বিমা নিগমের (এলআইসি) শেয়ার। সেই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মতে, কত টাকায় ‘সেকেন্ডারি মার্কেটের’ প্রবণতার উপর অভিষেকে এলআইসির শেয়ারের দাম নির্ভর করবে।
আরও পড়ুন: LIC IPO Share Allotment Status Check: আপনিও কি শেয়ার পেয়েছেন? কীভাবে দেখবেন?
শেয়ার বাজারের বিশেষজ্ঞদের বক্তব্য, সামান্য উন্নতি হলেও এলআইসি আইপিওয়ের 'গ্রে মার্কেট প্রিমিয়াম' (LIC IPO GMP) ‘লাল’ স্তরেই আছে। সেই পরিস্থিতিতে ‘সেকেন্ডারি মার্কেটের’ প্রবণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি বাজারের প্রবণতা ‘নেতিবাচক’ থাকে, তাহলে সস্তায় শেয়ার বাজারে অভিষেক হতে পারে এলআইসির। যদি দালাল স্ট্রিটে সেই প্রবণতা যদি কিছুটা পালটে যায়, তাহলে মাঝারি প্রিমিয়ামে নথিভুক্ত হতে পারে এলআইসির শেয়ার।
আরও পড়ুন: LIC IPO: শেয়ার বরাদ্দ না হলে কবে মিলবে রিফান্ড, সফল আবেদনকারীরা কবে পাবেন শেয়ার?
বিষয়টি নিয়ে 'হিন্দুস্তান টাইমস' গ্রুপের 'লাইভ মিন্ট'-এ জিসিএল সিকিউরিটিজের ভাইস চেয়ারম্যান রবি সিঙ্ঘল বলেন, 'এলআইসির আইপিও প্রক্রিয়া শুরুর পর বাজারের পরিস্থিতি নেতিবাচক থেকেছে। তাই আমার বিশ্বাস, পাঁচ শতাংশ প্রিমিয়াম-সহ গড় দামের কাছে নথিভুক্ত হতে পারে। তবে নয়া সপ্তাহে বাজারের অবস্থার উপর নির্ভর করে।'