বিজেপি শাসিত উত্তরপ্রদেশে খুন করা হল এক সাংবাদিককে। উত্তরপ্রদেশের সীতাপুরে রাস্তায় গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল এক সাংবাদিককে। নাম রাঘবেন্দ্র বাজপেয়ী। তিনি একটি হিন্দি দৈনিকের স্থানীয় সাংবাদিক হিসাবে কর্মরত ছিলেন। ধান কেনা ও জমি কেনা বেচা নিয়ে দুর্নীতির, স্ট্যাম্প ডিউটি সংক্রান্ত অনিয়মের অভিযোগ নিয়ে খবর করছিলেন তিনি। তবে কি সেই খবরের জেরেই দুষ্কৃতীরা খুন করল তাঁকে?
সাংবাদিক খুনের ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। রাস্তার উপর গুলি করে খুন করা হয়েছে। বাইকে করে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাড়া করে তাকে খুন করা হয় বলে অভিযোগ। শনিবারের ঘটনা। প্রশ্ন উঠেছে দুর্নীতির খবর করার জেরেই কি তিনি কিছু মানুষের রোষে পড়েছিলেন? এদিকে এভাবে একজন ৩৫ বছর বয়সি সাংবাদিককে খুন করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। সীতাপুর দিল্লি ন্যাশানাল হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় রেলওয়ে ক্রশিংয়ের কাছে তার বুকে কাঁধে গুলি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ওই সাংবাদিককে। কিন্তু তাকে বাঁচানো যায়নি।
এদিকে উত্তরপ্রদেশের এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। বাইকে চেপে এসেছিল দুষ্কৃতীরা। এরপর পরপর গুলি। সূত্রের খবর, কয়েকদিন ধরে তার কাছে হুমকি ফোন আসছিল। কিন্তু পরোয়া করেননি ওই সাংবাদিক। তবে কি তারই পরিণতিতে এই ঘটনা?