
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মতাদর্শের সংঘাতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন তিনি। সোমবার তৃণমূল ভবনে অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়েই স্পষ্ট করেছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। আর এর পরই তাপসীর বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছেন শুভেন্দু অধিকারী। নিজের দুর্গে বিধায়ককে ধরে রাখতে না পারায় তাঁকে হারানোর চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।
আরও পড়ুন - মুর্শিদাবাদে ২ দিন ধরে বেগালাম চলছে হিন্দুদের মন্দির - সম্পত্তি ভাঙচুর,দাবি BJPর
পড়তে থাকুন - ভুয়ো ভোটার ধরতে বেরিয়েছিলেন দিনকয়েক আগে, সেই TMC নেতার নামই ২ জায়গার তালিকায়
সোমবার বিকেলে তাপসী মণ্ডল যখন তৃণমূল ভবনে দলবদল করছেন তখন সাংবাদিকদের শুভেন্দুবাবু বলেন, ‘যেমন মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যণী, বিশ্বজিৎ দাসের মতো দলবদলুদের লোকসভা নির্বাচনে হারিয়েছিলাম একই ভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না। হলদিয়ার তোলামূলিরাই ওকে বিসর্জন দেবে। অনেকে চলে গিয়ে আবার ফিরেও আসছে। সৌমেন রায় ফিরে এসেছে। আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখেন, আমরা তাদের নেব না। আমরা পশ্চিমবঙ্গে হিন্দুদের জনজাতি নিয়ে সরকার গড়ব।’
আরও পড়ুন - শুভেন্দুর খাসতালুকে BJPতে ভাঙন, তৃণমূলে যোগদান করলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল
এদিন তৃণমূলে যোগদান করে তাপসী মণ্ডল বলেন, ‘প্রগতিশীল বাংলায় বিজেপির বিভাজনের রাজনীতি মেনে নিতে পারছিলাম না। এই বিভাজনের রাজনীতিকে বাংলার মানুষ প্রত্যাহার করেছে।’ বিজেপিতে যোগদানের আগে হলদিয়ার সিপিআইএম বিধায়ক ছিলেন তাপসী। ২০১৬ সালে বামেদের মন্দার বাজারেও হলদিয়া আসন থেকে জয়লাভ করেছিলেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে বামপন্থী শ্রমিক রাজনীতির এই নেত্রী বিজেপির রাজনৈতিক ও সাংগঠনিক কাঠামোর সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না। তার থেকে তৃণমূলকে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে তাঁর।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports