শুক্রবার জাপানের তরফ থেকে একটা রকেট উৎক্ষেপণ করা হয়েছে বলে খবর। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল সরকারি উদ্যোগে এই নজরদারি রকেট উৎক্ষেপণ করা হয়েছে। উত্তর কোরিয়াতে মিলিটারি সাইটগুলির উপর নজরদারির জন্য এটা করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত ব্যাপারে দ্রুত সাড়া দেওয়ার জন্য়ও এটা করা হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে।মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই H2A রকেট পাঠানো হয়েছে। দক্ষিণ পশ্চিম জাপানে তানেঙ্গাসীমা স্পেস সেন্টার থেকে এই রকেট ছাড়া হয়েছে। সূত্রের খবর, রকেটের মাধ্য়মে উত্তর কোরিয়ার উপর নজর রাখা হবে।সরকারের ক্যাবিনেট স্যাটেলাইট ইনটেলিজেন্স সেন্টার ও MHI এই উৎক্ষেপণকে সফল বলে উল্লেখ করেছেন। তারা জানিয়েছে,অপটিকাল-৮ স্যাটেলাইট রকেট থেকে সফলতার সঙ্গে ছাড়া হয়েছে। রকেট থেকে এটা ত্যাগ করে আগে থেকে ঠিক করে রাখা কক্ষপথে এটা ছুটতে শুরু করে।এই স্যাটেলাইটের মাধ্যমে নানা ধরনের ছবি ধরা হবে। সূত্রের খবর, ১৯৯৮ সালে উত্তর কোরিয়ার একটি মিসাইল ছাড়া হয়েছিল। সেই সময় মনে করা হচ্ছিল তারা জাপানের উপর নজরদারি চালানোর চেষ্টা করছে। এরপর জাপান কার্যত একেবারে উঠে পড়ে নেমে পড়ে। শুরু হয়ে পরিকল্পনা। অন্তত ১০টা স্যাটেলাইটকে সক্রিয় করার চেষ্টা করা হয়। রাতের পাশাপাশি সব আবহাওয়ায় চলতে পারে এমন স্যাটেলাইট ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়।এই রকেটের সফল উৎক্ষেপনের প্রশংসা করে ক্য়াবিনেট স্যাটেলাইট ইনটেলিজেন্স সেন্টারের তরফ থেকে এক সিনিয়র আধিকারিক হিরোকি যাসুদা জানিয়েছেন, অপটিকাল ৮ জাপানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।