'তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি অতিরিক্ত এবং আপত্তিকর।' এমনটাই দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা কোন চুক্তিতে পৌঁছবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।পারমাণবিক সমৃদ্ধকরণের বিষয়টি নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ তীব্র পর্যায়ে রয়েছে।এরমধ্যেই রোমে শনিবার দুই দেশের মধ্যে পঞ্চম দফা আলোচনা হতে পারে। তার ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন খামেনেই। (আরও পড়ুন: হেরে যাওয়া লড়াই উদযাপনে দেদার খরচের পরই ফের হাত পাতবে পাকিস্তান!)
আরও পড়ুন: কাশ্মীরি মসজিদ ক্ষতিগ্রস্ত করেছিল পাক, আবারও সেখানে আজান ফেরাল ভারতীয় সেনা
আরও পড়ুন: 'গার্ডিয়ান' হুঙ্কার ছাড়া বাংলাদেশই এখন হাতজোড় করে মিনমিন করছে ভারতের সামনে
ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তেহরানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই খামেনেই বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেব না। এটা অর্থহীন। ইরানের নিজস্ব নীতি ও পথ আছে এবং ইরান তা স্বাধীনভাবেই অনুসরণ করে যাবে।' তিনি আরও বলেন, 'ইরান কারুর অনুমতির অপেক্ষায় নেই। আমরা আমাদের রাস্তা নিজেরাই ঠিক করি।' খামেনেই স্পষ্ট জানান, ‘আমরা মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে (পরমাণু) আলোচনা থেকে কোন বাস্তব ফল আসবে। কী হবে, তা আমরা জানি না। তবে বিশ্বাস করি না যে, এতে কিছু হবে।' মার্কিন যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, 'যথাসময়ে আমি জনগণকে ব্যাখ্যা করব, কেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এতো জোর দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে চায়। আমি পরিষ্কারভাবে জানাব, তাদের আসল উদ্দেশ্য কী।' (আরও পড়ুন: ভাঙল এপারের নদী বাঁধ, ‘উন্নয়নের বন্যায়’ ভাসতে পারে পড়শি বাংলাদেশ)
আরও পড়ুন: এবার সন্দেহজনক ড্রোন দেখা গেল কলকাতার আকাশে, তদন্ত শুরু পুলিশের, তৎপর সেনা
গত এপ্রিলের মাঝামাঝি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চার দফা আলোচনা হয়েছে। এই আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। আলোচনার লক্ষ্য হল, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করবে। এদিকে তেহরানের অভিযোগ, ট্রাম্প প্রশাসন তেহরানকে দাবি মেনে নিতে চাপ সৃষ্টি করছে।কারণ গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলোচনা দ্রুত অগ্রসর না হলে খারাপ কিছু ঘটবে। (আরও পড়ুন: 'পহেলগাঁওতে হাত পাকিস্তানের', USA যাই করুক, ভারতকে সমর্থন আরও এক 'বন্ধুর')
আরও পড়ুন: পাক সেনার অভিযানে নিহত ৩ পাঠান শিশু, একদিন পরই আর্মি স্কুল বাসে হামলা, মৃত ৪
তবে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হোক বা না হোক, ইরান দেশের বেসামরিক পারমাণবিক কর্মসূচির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে।পরমাণু বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্য হিসেবে ইরানের অধিকার 'স্পষ্টভাবে সুস্পষ্ট' এবং এমন কোন পরিস্থিতি নেই যেখানে ইরানিরা এ থেকে বিচ্যুতি মেনে নেবে।তিনি আরও বলেন,'যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অস্ত্র না থাকার বিষয়ে নিশ্চিত হতে আগ্রহী হয়, তবে একটি চুক্তি হাতের নাগালে রয়েছে এবং আমরা এমন একটি সমাধানে গুরুতর আলোচনার জন্য প্রস্তুত, যা চিরকাল এই ফলাফল নিশ্চিত করবে।'