
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আজ মহম্মদ জুবায়েরের জামিনের আর্জির শুনানি হল সুপ্রিম কোর্টে। শুনানি শেষে শুক্রবার অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়েরকে সাময়িক স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশ ঘণা ছড়ানোর মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন জুবায়ের। তবে জুবায়ের আপাতত অন্য এক মামলায় দিল্লি পুলিশের হেফাজতে থাকবেন। অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতার বিরুদ্ধে উত্তরপ্রদেশে দায়ের হওয়া এফআইআর এলাহাবাদ হাইকোর্টে খারিজ না হওয়ায় শীর্ষ আদালতে জরুরি শুনানির আর্জি জানান জুবায়ের। তাঁর দাবি, প্রাণের ঝুঁকি আছে। সেই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজকে তাঁকে পাঁচদিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।
২০১৮ সালের একটি টুইটে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগের ভিত্তিতে গত ২৭ জুন জুবায়েরকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। পরবর্তীতে তাঁকে উত্তরপ্রদেশের সীতাপুরে নিয়ে যাওয়া হয়। যেখানে পুরোহিত যতি নরসিংহনন্দ সরস্বতী সংক্রান্ত এফআইআর দায়ের করা হয়েছিল। যে ব্যক্তির বিরুদ্ধে একাধিক ঘৃণামূলক ভাষণের অভিযোগ আছে। সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন জুবায়ের। কিন্তু সেখানে স্বস্তি পাননি।
সেই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জুবায়ের। অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতার আইনজীবী কলিন গঞ্জালেস দাবি করেন, জুবায়েরের আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। খুনের হুমকি দেওয়া হচ্ছে। সেই আর্জির সঙ্গে একটি আবেদনও দায়ের করেন জুবায়ের। একাধিক টুইটের উল্লেখ জুবায়ের অবিলম্বে হেফাজত থেকে মুক্তির আর্জি জানিয়েছিলেন। তবে আপাতত তাঁকে দিল্লি পুলিশের হেফাজতে থাকতে হবে কারণ ২০১৮ সালের টুইট মামলায় তিনি জামিন পাননি এখনও।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports