
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রবিবার দিনভর দিল্লি বিমানবন্দরে বিশৃঙ্খলার দৃশ্য ফুটে উঠেছে। ৪০০-র বেশি বিমান দেরিতে ছেড়েছে। ১০টি বিমান দিল্লিতে অবতরণ করতে না পেরে জয়পুরে ঘুরে গিয়েছিল। ২০টি বিমান আবার বাতিলও হয়েছিল। এই সবের মাঝে কোনও কোনও যাত্রী ধৈর্য ধরেই অপেক্ষা করেছেন। আবার কেউ কেউ ধৈর্য হারিয়েছেন। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ইন্ডিগোর এক যাত্রীর কীর্তি। বিমানেই সেই যাত্রী পাইলটের দিকে তেড়ে যান এবং তাঁকে মারেন। ঘটনার ভিডিয়োয় দেখা যায়, একজন পাইলট উড়ান বিলম্বের ঘোষণা করছেন। আর পিছন থেকে ধেয়ে এসে এক ব্যক্তি সেই পাইটকে উদ্দেশ্য করে কিল ঘুষি চালাতে থাকেন। তার কয়েকটা ক্যাপ্টেনের গায়ে লাগেও। এই ভিডিয়ো দেখে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে যাত্রীদের ক্ষোভ ইন্ডিগোর ওপর, ক্ষমা চাইল উড়ান সংস্থা)
আরও পড়ুন: ঠান্ডায় জবুথবু বাংলা, কুয়াশাচ্ছন্ন সংক্রান্তিতে বদলাবে আবহাওয়া? বৃষ্টি কবে?
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, হলুদ হুডি পরা এক যুবক ক্যাপ্টেনকে মারছেন। এদিকে বিমানসেবিকাকে এরপর সেই যাত্রীর ওপর চেঁচাতে দেখা যায়। বিমানসেবিকা বলতে থাকেন, 'আপনি এটা করতে পারেন না।' তখন সেই যাত্রী পালটা জবাব দেন, 'আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। আমরা কি পাগল?' সেই ক্ষুব্ধ যাত্রীকে পরে অন্য এক যাত্রী শান্ত করে সেখান থেকে নিয়ে যান। জানা যায়, সেই উড়ানটির টেকঅফের জন্য যাত্রীরা নাকি ১৩ ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন। একাধিকবার এই উড়ানটির বিলম্ব ঘোষণা করা হয়। প্রাথমিক ভাবে যে পাইলট এই বিমানের দায়িত্বে ছিলেন, তাঁর ডিউটির সময় শেষ হওয়ায় ছুটি হয়ে যায়। এরপর নতুন এক পাইলট আসেন। সেই পাইলটই আরও এক দফায় বিমানের দেরি হওয়ার ঘোষণা করছিলেন কেবিনে। সেই সময় পিছন থেকে উঠে এসে সেই যাত্রী পাইলটকে আক্রমণ করেন।
জানা গিয়েছে, এর আগে এই বিমানে যে পাইলট ছিলেন, তাঁর 'ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন' বা এফডিটিএল শেষ হয়ে যায়। অর্থাৎ, নিয়ম অনুযায়ী, বাধ্যতামূলক ভাবে বিমানচালকের ছুটি হয়ে যায়। পাইটদের মানসিক এবং শারীরিক ভাবে স্থিতিশীল রাখতে ডিজিসএ এই সময় বেঁধে দিয়েছে ডিউটির। এদিকে রবিবার দিল্লিতে পরিস্থিতি এমনই ছিল যে দুপুর সাড়ে ১২টা নাগাদও বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল মাত্র ২০০ মিটার। এর আগে ভোররাত ৩টে থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ইতিমধ্যেই ৪০০টি উড়ান বিম্বিত হয়। এর মধ্যে আবার ২০টি উড়ান শেষ পর্যন্ত বাতিল করতে হয়। এদিকে ১০টি উড়ান দিল্লির বদলে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। দিল্লিগামী বহু বিমান দেরিতে ছাড়ায় কলকাতা বিমানবন্দরেও হাজার হাজার যাত্রী আটকে পড়েন। এই মরশুমে এখনও পর্যন্ত দিল্লিতে এটাই 'সবচেয়ে খারাপ দিন' ছিল। উল্লেখ্য, রানওয়েতে দৃশ্যমানতা ১২৫ মিটারের নীচে হলে কোনও বিমানকেই টেকঅফের অনুমতি দেওয়া হয় না। এর জেরে পার্কিং বে, ট্যাক্সি ওয়ে-তে বিমানের ভিড় জমে যাওয়া স্বাভাবিক। লাউঞ্জে যাত্রীদের ভিড় জমে যাওয়া স্বাভাবিক। এমনকী বিমানে চেপে বসার পরও বহুক্ষণ অপেক্ষা করতে হতে পারে যাত্রীদের।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports