
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভারত ও আমেরিকার মন্ত্রী পর্যায়ে বৈঠক। বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীরা শুক্রবার পারস্পরিক আলোচনায় বসলেন। মূলত পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সহ নানা ক্ষেত্রে তাঁরা এই আলোচনা করেন। ইন্দো প্যাসিফিক রিজিয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ। দুই দেশের লক্ষ্য কার্যত একই। এই রিজিয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, শান্তি বজায় রাখা।
আসলে সাম্প্রতিক সময়ে একাধিক ক্ষেত্রে ভূ-রাজনৈতিক সমস্যা মাথা চাড়া দিয়েছে। তার মধ্য়ে অন্যতম হল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইজরায়েল হামাস যুদ্ধ। পরপর এই ঘটনার জেরে অত্যন্ত উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। তবে এবার ভারত মার্কিন প্রতিরক্ষামন্ত্রক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হল। ভারতের তরফে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্য়দিকে আমেরিকার তরফে ছিলেন লয়েড অস্টিন ও অ্যান্টনি ব্লিঙ্কেন।
এস জয়শঙ্কর জানিয়েছেন, প্রতিরক্ষা, সুরক্ষা সংক্রান্ত বোঝাপড়া, প্রযুক্তি সংক্রান্ত ব্যাপারে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। পশ্চিম এশিয়া ও ইউক্রেন সংক্রান্ত ব্যাপারে আমরা পরস্পরের মধ্য়ে মতামত শেয়ার করেছি।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, দুই দেশ ও তাঁদের দীর্ঘদিনের ইস্যুগুলির উপর ফোকাস করা দরকার। তিনি জানিয়েছেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অন্য়তম বড় পিলার হল প্রতিরক্ষা।
ব্লিঙ্কেন একটি মুক্ত ও সুরক্ষিত ইন্দো প্য়াসিফিক রিজিয়ন করার উপর জোর দেন। প্রসঙ্গত ভারত ও আমেরকিার মতো দুই দেশ একই লক্ষ্য নিয়ে পরস্পরের সঙ্গে আলোচনায় বসেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে সূত্রের খবর, ভারতের রাষ্ট্র পরিচালিত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে জেনারেল ইলেকট্রিকের একটা চুক্তি হয়েছে। ভারতে জিই ৪১৪ ইঞ্জিন তৈরি নিয়ে তাদের মধ্য়ে চুক্তি হয়েছে। ভারতের তরফে বলা হয়েছে, আমেরিকা থেকে তারা ৩১টি এমকিউ-৯বি রিপার ড্রোন নিয়ে আসবে। ক্রিটিকাল ও এমার্জিং টেকনোলজির ক্ষেত্রে দুই পক্ষ পরস্পরের সঙ্গে সহযোগিতা রেখে এই কাজ করবে বলে আলোচনা হয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports